ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ১ জন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মধুখালী টু জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মধুখালী থেকে বালিয়াকান্দি গামী কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল যার রেজিঃ নাম্বার ফরিদপুর ল ১১-৪০৬৫ গাংনীপাড়া এলাকায় পৌঁছালে, রাজবাড়ী জেলার জামালপুর থেকে মধুখালী গামী আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যান যার রেজিঃ নাম্বার নরসিংদী ম ১১-০২২২ মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সোহেল মোল্লা (৩৫) পিতা: আব্দুল হাকিম মোল্লা, সাং পুবিলা, থানা বোয়ালমারী ও ইমু আকন্দ(২০) পিতা মাসুম আকন্দ, সাং গোন্দারদিয়া, থানা মধুখালী, উভয় জেলা ফরিদপুরদ্বয় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সোহেল কে মৃত ঘোষণা করেন।
- আরও পড়ুনঃ নড়াইলে পাঁচ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা
অপর আহত মোটরসাইকেল চালক ইমুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এঘটনায় কাভার্ড ভ্যান ড্রাইভার পলাতক রয়েছে। এবং দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো মধুখালী থানা পুলিশ হেফাজতে আছে।
প্রিন্ট