মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে বুধবার (৫ফেব্রুয়ারী) ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ছাত্র ও ছাত্রীদের পৃথক দৌড়, হকি, ক্রিকেট, বাস্কেটবল ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রভৃতি ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণের আগে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশার এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম ও পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক ফিরোজ হোসেন।
যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন খান, পাংশা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সামছুল আলম, জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইয়াসির আরাফাত, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন, কোলানগর একাডেমীর প্রধান শিক্ষক ভজন কুমার দাস, পাংশা উপজেলা একাডেমীক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক আলমগীর, কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর তারেক আলীসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট