ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo কুষ্টিয়ার সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ Logo যশোরের মণিরামপুরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি হলেন লিটন মোড়ল Logo নাটোরের নলডাঙ্গায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত Logo নরসিংদীতে কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম আর নেই Logo লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক Logo তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা Logo কালাইয়ে অটোভ্যানের সোকাব ভেঙ্গে চালক নিহত Logo টেকনোলজির উন্নয়ন ও সামাজিক অবক্ষয়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দৌলতপুরে খাবারের সন্ধানে বাড়ীতে ঢুকে আটকা পড়লো বিপন্ন প্রাণী ‘গন্ধগোকুল’

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানিকদিয়াড় গ্রামের তারিফের বাড়ীতে খাবারের খোঁজে এসে আটকা পড়েছিল বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আটকা পড়ে প্রাণীটি। তবে সারারাত আটকিয়ে রেখে (২রা ফেব্রুয়ারি) শুক্রবার খুব সকালে আহত অবস্থায় ফসলি জমির মধ্যে ফেলে রেখে যায় তারা।

পরে প্রানিটি অসুস্থ অবস্থায় পড়ে থাকার কথা জানতে পেরে সাংবাদিক সোহাগ প্রানিটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুস্থ করার ব্যবস্থা করতে পশু হাসপাতাল কিংবা বনবিভাগের কেউ গন্ধগোকুলটি উদ্ধার করতে আসেননি।

সাংবাদিক সোহাগ বলেন, ‘প্রাণীটি থেকে এক ধরনের গন্ধ নিঃসরণ হচ্ছে। ওর নিরাপত্তার কথা ভেবে লোকালয়ে বের করে দেইনি। একটি খাঁচার মধ্যে আটকিয়ে রেখেছি। তবে প্রানিটি খুব অসুস্থ কতক্ষন এভাবে রাখা যাবে জানিনা। বন বিভাগের লোক না এলে প্রানিদের নিয়ে কাজ করে এমন কেও আসলেও তাদের হাতেই গন্ধগোকুলকে তুলে দেবো বলে জানান তিনি।’জানাযায়, এই বিপন্ন গন্ধগোকুলের প্রানিটির ইংরেজি নাম ‘Asian palm civet’।

এর বৈজ্ঞানিক নাম ‘‘Paradoxurus hermaphroditus’। এরা এশীয় তালখাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছখাটাশ নামে পরিচিত। লোকালয়ে আসা প্রাণীদের মধ্যে গন্ধগোকুল অন্যতম। রাতে খাবারের সন্ধানে বের হয় এরা। মূলত তখনি নজরে পড়ে মানুষের।গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত।

পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এই প্রাণীটি।বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী গন্ধগোকুল সংরক্ষিত একটি প্রজাতি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

error: Content is protected !!

দৌলতপুরে খাবারের সন্ধানে বাড়ীতে ঢুকে আটকা পড়লো বিপন্ন প্রাণী ‘গন্ধগোকুল’

আপডেট টাইম : ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানিকদিয়াড় গ্রামের তারিফের বাড়ীতে খাবারের খোঁজে এসে আটকা পড়েছিল বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আটকা পড়ে প্রাণীটি। তবে সারারাত আটকিয়ে রেখে (২রা ফেব্রুয়ারি) শুক্রবার খুব সকালে আহত অবস্থায় ফসলি জমির মধ্যে ফেলে রেখে যায় তারা।

পরে প্রানিটি অসুস্থ অবস্থায় পড়ে থাকার কথা জানতে পেরে সাংবাদিক সোহাগ প্রানিটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুস্থ করার ব্যবস্থা করতে পশু হাসপাতাল কিংবা বনবিভাগের কেউ গন্ধগোকুলটি উদ্ধার করতে আসেননি।

সাংবাদিক সোহাগ বলেন, ‘প্রাণীটি থেকে এক ধরনের গন্ধ নিঃসরণ হচ্ছে। ওর নিরাপত্তার কথা ভেবে লোকালয়ে বের করে দেইনি। একটি খাঁচার মধ্যে আটকিয়ে রেখেছি। তবে প্রানিটি খুব অসুস্থ কতক্ষন এভাবে রাখা যাবে জানিনা। বন বিভাগের লোক না এলে প্রানিদের নিয়ে কাজ করে এমন কেও আসলেও তাদের হাতেই গন্ধগোকুলকে তুলে দেবো বলে জানান তিনি।’জানাযায়, এই বিপন্ন গন্ধগোকুলের প্রানিটির ইংরেজি নাম ‘Asian palm civet’।

এর বৈজ্ঞানিক নাম ‘‘Paradoxurus hermaphroditus’। এরা এশীয় তালখাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছখাটাশ নামে পরিচিত। লোকালয়ে আসা প্রাণীদের মধ্যে গন্ধগোকুল অন্যতম। রাতে খাবারের সন্ধানে বের হয় এরা। মূলত তখনি নজরে পড়ে মানুষের।গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত।

পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এই প্রাণীটি।বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী গন্ধগোকুল সংরক্ষিত একটি প্রজাতি।


প্রিন্ট