রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার ভারশোঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাঃ সম্পাদক তারেক রহমানের ঔষধের দোকানের কর্মচারীদের মারপিট করে দোকান থেকে বের করে তালা ঝুলিয়ে দোকান বন্ধ করে দেবার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। এতে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী।
সোমবার (২৯ জানুয়ারী ) বিকেলে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দেলুয়াবাড়ী মোড়ে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের দেলুয়াবাড়ী মোড়ে ভারশোঁ ইউপি যুবলীগের সাঃ সম্পাদক তারেক রহমানের একটি (ফার্মেসী) ঔষধের দোকান রয়েছে। দোকানে সবুজ নামের একজন কর্মচারী দেখা শোনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দোকানে তারেক রহমান ছিলেন না এই সুযোগে ভারশোঁ ইউপির কালিসভা গ্রামের মৃত রাব্বানীর পুত্র খোকন, সোহেল, বুলু, আলামিন, শান্ত, পলাশ ও এমদাদুলসহ কয়েকজন দলবদ্ধ হয়ে ঔষধের দোকানে গিয়ে কর্মচারী সবুজের কাছে থেকে পিকনিকের জন্য টাকা দাবি করেন। এ সময় সবুজ জানান তিনি কর্মচারী হয়ে কিভাবে টাকা দিবেন; আপনারা দোকান মালিক তারেক ভাইয়ের সঙ্গে কথা বলেন।
কিন্তু তারা দোকান কর্মচারী সবুজের কাছে থেকেই টাকা নিতে জোরাজোরি করেন। এসময় সবুজ দোকান মালিক তারেক রহমানকে ফোন দিতে গেলে খোকন সবুজের হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলে সবুজকে এলোপাতাড়ি মারপিট শুরু করেন।
এ ঘটনায় স্থানীয়রা ছুটে আসলে খোকনসহ তার দলবল স্থানীয়দেরকেও হুমকি-ধমকি দিয়ে সবুজকে টেনেহিঁচড়ে দোকান থেকে বের করে দোকানে তালা ঝুলিয়ে দিয়ে দোকান বন্ধ করে দেন। এবং তারা তারেককে উদ্দেশ্যে করে বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক তারেক রহমান বলেন, তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে ভোট করায় প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়ে তার দোকানের কর্মচারীকে মারপিট করে দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি এসব দুষ্কৃতকারীদের দুষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
প্রিন্ট