ফরিদপুরের সালথা উপজেলায় একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন (ইন্না – – – -রাজিউন)। রবিবার দিবাগত রাতে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মাতুব্বর ঢাকায় এবং অপর জন বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান বাড়িতে থাকা অবস্থায় সালথায় মৃত্যুবরণ করেন, দুজনেই অসুস্থ ছিলেন।
সোমবার পৃথক স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হয়। একই দিনে দুজন বীর মুক্তিযোদ্ধার ইন্তেকালের খবরে স্থানীয় মৃক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান (৬৮) রবিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন।
তার জানাযার নামাজ আজ সোমবার সকাল ১১ টায় ভাওয়াল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয় এবং বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত ইব্রাহীম মাতুব্বরের ছেলে। তিনি ২ছেলে ২মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি অনেক ভাল মনের মানুষ ছিলেন বলে এলাকাবাসী জানায়।
অপর দিকে, উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন মাতুব্বর মুন্নু (৭৮) রবিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাযার নামাজ সোমবার বাদ যোহর বোয়ালিয়া মাদ্রাসা ও গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হয় এবং ঐ গোরস্থানেই তার দাফন সম্পন্ন হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মুন্নু মাতুব্বর উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলা খোলা গ্রামের মৃত গয়েজউদ্দিন মাতুব্বরের ছেলেড়। বীর মুক্তিযোদ্ধা মুন্নু মাতুব্বরের এক ছেলে রয়েছে, স্ত্রী গতবছর মারা জান। মরহুম মহিউদ্দিন মাতুব্বর মুন্নু এলাকায় একজন দানশীল ব্যাক্তি হিসেবে পরিচিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধাদের দাফনের আগে উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল স্বসস্ত্র সালাম ও গার্ড অফ ওনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সালথা থানা পুলিশের এস আই জাফর আলী, আওয়ামীলীগ নেতা ওহাব মাতুব্বর প্রমূখ।
প্রিন্ট