ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে সেপ্টিক ট্যাঙ্কি খুঁড়তে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু Logo স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হামলার অভিযোগ তুলে ৪ বাড়িতে ভাংচুর Logo কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পাববেনাঃ -আব্দুল হান্নান মাসউদ Logo রাঘববোয়ালদের আটক না করে অস্ত্র উদ্ধারের নামে নাটক করেছে প্রশাসনঃ -আবুল কালাম আজাদ Logo লালপুরে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা Logo বাঘায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ Logo বাঘায় ঈদের আনন্দ শোকে পরিনত বিএনপি নেতা কচির পরিবারে Logo কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ৫ জন আটক Logo হাতিয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন Logo আজ ৩০শে মার্চ লালপুরের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ দিবস’
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

অর্থাভাবে হচ্ছে না উন্নত চিকিৎসা শিকলে বাধা শিশু রাকিব

পাঁচ বছর ধরে  শিকলে বেঁধে রাখা হচ্ছে শিশু রাকিব হোসেনকে। কুড়িগ্রাম জেলার  ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে শিকলে বাঁধা রয়েছে ১১ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন শিশু রাকিব হোসেন।
দূর্ঘটনা বা হারিয়ে যাওয়ার ভয়ে ছেলেকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রতিদিন কাজে যান দিনমজুর বাবা রুহুল আমিন (৪৫)। আর এভাভেই পাঁচ বছর ধরে  শিকলবন্দী রাকিব।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে শিশু রাকিবের বাড়ি। অন্যের জমিতে চাষাবাদ ও দিনমজুরি করে কোনোমতে সংসার চালায় রুহুল আমিন।  অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় দিন দিন ছেলের অবস্থা খারাপ হচ্ছে, এমনটাই বললেন রুহুল আমিন ।
সরজমিনে গিয়ে দেখা যায় শিশু রাকিবের পায়ে লোহার শিকল ও তালা লাগিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে সে শিকলে বাঁধা গাছটির চারদিকে ঘুরছে। হঠাৎ পাশ দিয়ে কোনো পথচারীকে যেতে দেখলেই ইশারায় কাছে ডেকে পায়ের শিকল খুলে দিতে বলে।
রাকিবের বাবা রুহুল আমিন বলেন, অভাবের সংসার তার। এক দিন কাজ না করলে পেটে ভাত জোটে না। প্রতিদিন সকালে ছেলেকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে কাজে যান। বিকেলে কাজ থেকে ফিরে ছেলেকে ঘরে নিয়ে আসেন। উন্নত চিকিৎসা পেলে ছেলেটা হয়তো ভালো হবে। কিন্তু সেই টাকা তার নেই।
পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় রাকিব হোসেন গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করান। চিকিৎসায় রাকিব প্রাণে বেঁচে গেলেও সে বাক্‌প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
পরিবারে সৎমা থাকলেও রাকিবের দেখাশুনা করেন বাবা রুহুল আমিন। রাকিবের দাদি রহিমা বেগম বলেন, দুর্ঘটনার পর রাকিব হঠাৎ হঠাৎ হারিয়ে যেত, অন্যের ক্ষতি করত। পরে এলাকাবাসীর অনুরোধে তাকে শিকলে বেঁধে রাখা হয়।
শিশু রাকিবের বাবা রহুল আমিন বলেন সমাজের বিত্তবানরা যদি শিশুটির চিকিৎসায় এগিয়ে আসেন, ছেলেটাকে উন্নত চিকিৎসা করাতে পারি তাহলে হয়তো আমার ছেলে আবার সাভাবিক জীবনে ফিরে আসবে।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার  বলেন, শিশুটির নামে একটি প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে সেপ্টিক ট্যাঙ্কি খুঁড়তে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

error: Content is protected !!

অর্থাভাবে হচ্ছে না উন্নত চিকিৎসা শিকলে বাধা শিশু রাকিব

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
আরিফুল ইসলাম জয়, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
পাঁচ বছর ধরে  শিকলে বেঁধে রাখা হচ্ছে শিশু রাকিব হোসেনকে। কুড়িগ্রাম জেলার  ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে শিকলে বাঁধা রয়েছে ১১ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন শিশু রাকিব হোসেন।
দূর্ঘটনা বা হারিয়ে যাওয়ার ভয়ে ছেলেকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রতিদিন কাজে যান দিনমজুর বাবা রুহুল আমিন (৪৫)। আর এভাভেই পাঁচ বছর ধরে  শিকলবন্দী রাকিব।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে শিশু রাকিবের বাড়ি। অন্যের জমিতে চাষাবাদ ও দিনমজুরি করে কোনোমতে সংসার চালায় রুহুল আমিন।  অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় দিন দিন ছেলের অবস্থা খারাপ হচ্ছে, এমনটাই বললেন রুহুল আমিন ।
সরজমিনে গিয়ে দেখা যায় শিশু রাকিবের পায়ে লোহার শিকল ও তালা লাগিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে সে শিকলে বাঁধা গাছটির চারদিকে ঘুরছে। হঠাৎ পাশ দিয়ে কোনো পথচারীকে যেতে দেখলেই ইশারায় কাছে ডেকে পায়ের শিকল খুলে দিতে বলে।
রাকিবের বাবা রুহুল আমিন বলেন, অভাবের সংসার তার। এক দিন কাজ না করলে পেটে ভাত জোটে না। প্রতিদিন সকালে ছেলেকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে কাজে যান। বিকেলে কাজ থেকে ফিরে ছেলেকে ঘরে নিয়ে আসেন। উন্নত চিকিৎসা পেলে ছেলেটা হয়তো ভালো হবে। কিন্তু সেই টাকা তার নেই।
পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় রাকিব হোসেন গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করান। চিকিৎসায় রাকিব প্রাণে বেঁচে গেলেও সে বাক্‌প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
পরিবারে সৎমা থাকলেও রাকিবের দেখাশুনা করেন বাবা রুহুল আমিন। রাকিবের দাদি রহিমা বেগম বলেন, দুর্ঘটনার পর রাকিব হঠাৎ হঠাৎ হারিয়ে যেত, অন্যের ক্ষতি করত। পরে এলাকাবাসীর অনুরোধে তাকে শিকলে বেঁধে রাখা হয়।
শিশু রাকিবের বাবা রহুল আমিন বলেন সমাজের বিত্তবানরা যদি শিশুটির চিকিৎসায় এগিয়ে আসেন, ছেলেটাকে উন্নত চিকিৎসা করাতে পারি তাহলে হয়তো আমার ছেলে আবার সাভাবিক জীবনে ফিরে আসবে।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার  বলেন, শিশুটির নামে একটি প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়া হয়েছে।

প্রিন্ট