গত ০৪-১২-২০২৩ তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন গ্রাম হালসা গ্রামে দীর্ঘদিন যাবত ঘর নির্মান ও ঘরের জানালা তৈরী নিয়ে এবং পূর্বশত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে দুই পক্ষের মারামারিতে মনিরুদ্দীন মনি(৬০), পিতা-মৃত রহিম, সাং-গ্রাম হালসা, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া মৃতুবরণ করে।
উক্ত ঘটনার নিহতের ছেলে বাদী হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৮, তারিখঃ ০৫/১২/২০২৩, ধারা- ১৪৩/ ৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১ কুষ্টিয়ার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি ২০২৪ তারিখ সময় রাত ১০.১০ ঘটিকায় মেহেরপুর জেলার গাংনী থানাধীন বামুন্দী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামি মোঃ ইনামুল হক ইনা(৩৮), পিতা-মৃত আমদ আলী, সাং-গ্রাম হালসা, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয় ।
প্রিন্ট