ফরিদপুরের সালথায় কৃষি খাত কে যান্ত্রিকি করণ ও উন্নয়নের লক্ষ্যে সরকারী ৫০% ভুর্তকিতে ধান কাটা ও মাড়াই করার কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে এ কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রটি হস্তান্তর করা হয়। উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের কৃষক মো: আজিজুর রহমানের হাতে এই কম্বাইন্ড হারভেস্টার মেশিনটি হস্তান্তর করা হয়।
গত কয়েকদিন আগে আরও একটি মেশিন যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের কৃষক অমর বিশ্বাসকে বুঝিয়ে দেয় উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় বোরো মৌসুমে কৃষকের মাঝে সরকারী ৫০% ভূর্তকিতে ধান কাটা ও মাড়াই করার কম্বাইন্ড হারভেস্টার নামক মেশিন দুটি বিতরন করেন।
বিশেষ বৈশিস্ট সম্পর্ন মেশিনটি দিয়ে ঘন্টায় প্রায় দুই একর জমির ধান কাটা ও মাড়াই করা যায়। মেশিনের চাবি ওই কৃষককে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, কৃষি সম্প্রসারন অফিসার জয় সেন শুভ, মৎস্য অফিসার রাজিব রায় প্রমুখ।
প্রিন্ট