রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শীতার্থ মানুষের মাঝে কম্বল দিলেন সাংবাদিক গোলাম মোর্তবা রিজু।
গতকাল ১৭ জানুয়ারী সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে তার নিজ বাড়ীতে ৬১জন শীতার্থ মানুষের মাঝে কম্বল দেন তিনি। কম্বল দেয়ার পূর্বে দুর দুরান্ত থেকে আগত শীতার্থ সকলকে তার বাড়ী আঙ্গিনায় নাস্তা খাইয়ে তার পর কম্বল তুলে দেন তাদের মাঝে।
গোলাম মোর্তবা রিজু বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে মরহুম টুকু ডাক্তারের ছোট ছেলে ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় পত্রিকা দৈনিক সময়ের প্রত্যাশা বালিয়াকান্দি প্রতিনিধি।
প্রিন্ট