ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান Logo ফরিদপুরে শিশু হত্যাকারীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা Logo নাটোরের বাগাতিপাড়ায় চিরকুট লিখে মিটার চুরি, টাকা দেওয়ার ১৫ মিনিটের মধ্যে ফেরত Logo বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo রূপগঞ্জে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের Logo সেনবাগে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলো গ্রেফতার Logo খোকসায় আনন্দলোক ট্রাস্টের উপজেলা শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জে ছেলেকে পানিতে ডুবিয়ে হত্যার পর পুলিশের কাছে বাবার আত্নসমর্পণ Logo মাগুরা জগদল ইউনিয়নের শেহলাডাঙ্গায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo মাগুরাতে বাল্যবিবাহ প্রতিরোধে রেডকার্ড নিয়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

২৮ বছর বয়সে ছাত্রলীগ নেতা এমপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ১২৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেসরকারিভাবে নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে বয়সে সবার ছোট আজিজুল ইসলাম। মাত্র ২৮ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আজিজুল।

 

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। আসনটিতে তার কাছে পরাজিত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার।

আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি জেলা পরিষদ সদস্য পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমার শতভাগ বিশ্বাস ছিল। কেশবপুরবাসীকে ধন্যবাদ যে আমার ওপর আস্থা রেখেছেন।’

 

এতো কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, ‘সার্টিফিকেটে আমার জন্ম ১৯৯৫ সালে। সেই হিসেবে বর্তমান বয়স ২৮ বছর। এই বয়সে জনগণ তাদের সেবা করার সুযোগ দিয়েছেন এতে আমি কৃতজ্ঞ। আমি তাদের প্রত্যাশা পূরণের শতভাগ চেষ্টা করবো।’

 

যশোর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন প্রার্থী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন আজিজুল ইসলাম। ঈগল প্রতীকে ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার। তিনি পেয়েছেন ৩৯ হাজার ২৬৭ ভোট। এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম হাসান পেয়েছেন ৪১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন কেচি প্রতীকে ১৭ হাজার ২৫৫ ভোট পেয়েছেন।

 

সূত্র মতে, বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে তুলনামূলক কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনেকেই আলোচনায় এসেছেন। বর্তমান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক ২৯ বছর বয়সে নবম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সারা দেশে আলোচনায় এসেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জন ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ওই সময় তার বয়স ছিল ২৭ বছর। আর সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে আজিজুল হক সর্বকনিষ্ঠ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান

error: Content is protected !!

২৮ বছর বয়সে ছাত্রলীগ নেতা এমপি

আপডেট টাইম : ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
ডেস্ক রিপোর্ট :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেসরকারিভাবে নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে বয়সে সবার ছোট আজিজুল ইসলাম। মাত্র ২৮ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আজিজুল।

 

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। আসনটিতে তার কাছে পরাজিত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার।

আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি জেলা পরিষদ সদস্য পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমার শতভাগ বিশ্বাস ছিল। কেশবপুরবাসীকে ধন্যবাদ যে আমার ওপর আস্থা রেখেছেন।’

 

এতো কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, ‘সার্টিফিকেটে আমার জন্ম ১৯৯৫ সালে। সেই হিসেবে বর্তমান বয়স ২৮ বছর। এই বয়সে জনগণ তাদের সেবা করার সুযোগ দিয়েছেন এতে আমি কৃতজ্ঞ। আমি তাদের প্রত্যাশা পূরণের শতভাগ চেষ্টা করবো।’

 

যশোর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন প্রার্থী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন আজিজুল ইসলাম। ঈগল প্রতীকে ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার। তিনি পেয়েছেন ৩৯ হাজার ২৬৭ ভোট। এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম হাসান পেয়েছেন ৪১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন কেচি প্রতীকে ১৭ হাজার ২৫৫ ভোট পেয়েছেন।

 

সূত্র মতে, বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে তুলনামূলক কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনেকেই আলোচনায় এসেছেন। বর্তমান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক ২৯ বছর বয়সে নবম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সারা দেশে আলোচনায় এসেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জন ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ওই সময় তার বয়স ছিল ২৭ বছর। আর সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে আজিজুল হক সর্বকনিষ্ঠ।


প্রিন্ট