ঝালকাঠি রাজাপুর সদর এলাকার খান বাড়ি এলাকার নির্মাণাধীন সড়কে নিম্নমানের ব্লক ও পরিমাণের চেয়ে কম বালু দেয়ার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলা সদরের নির্মাণাধীন খান বাড়ি সড়কে স্থানীয়দের আয়োজনে মানববন্ধনে বিক্ষোভ কর্মসূচিতে এলাকার প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
স্থানীয়রা জানায়,২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে উপজেলার অন্যান্য এলাকায় রাস্তার উন্নয়ন ঘটলেও আমাদের এলাকার এই রাস্তাটি সংস্কার পর্যন্ত হয়নি। দীর্ঘদিনের প্রতীক্ষার পর আমরা এ রাস্তাটি পেয়েছি, কিন্তু ঠিকাদার উপজেলা কৌশলীকে ম্যানেজ করে রাস্তায় নিম্নমানের সামগ্রী, ভাঙ্গা ও স্থানীয়ভাবে তৈরি করা ব্লক এবং নাম্বার তো বালি দিয়ে রাস্তা করছে ঠিকাদার। রাস্তার কাজ শুরু থেকে আমরা এর প্রতিবাদ করলেও ঠিকাদার তাতে কোন কর্ণপাত করেনি। তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ চলমান রেখেছেন। আমরা তাই বাধ্য হয়েই এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা রাস্তার এ নিম্নমানের কাজের প্রতিবাদ জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা সালাম হাওলাদার,শিপন হাওলাদার, তোতা শিকদার, জামাল শিকদার বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর আমরা একটি ব্লকের রাস্তা পেয়েছি।রাস্তায় কাজের জন্য এলজিইডি তিন কোম্পানির ব্লক ব্যবহারের কথা উল্লেখ করলেও ঠিকাদার স্থানীয়ভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা ব্লক ব্যবহার করছেন, যা সামান্য আঘাতেই ভেঙে যাচ্ছে। তোমাকে ছাড়া রাস্তায় সিলেট বালু দেওয়ার কথা উল্লেখ থাকলেও ঠিকাদার ব্যবহার করছেন স্থানীয় লোকাল বালি। তারা আরো বলেন, আমরা এই নিম্ন সামগ্রী দিয়ে তৈরি করার রাস্তা চাই না আমরা ১৫ বছর কষ্ট করেছি, প্রয়োজনে আরো পনেরো বছর কষ্ট করব কিন্তু আমরা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা রাস্তা চাই না।
রাস্তার কাজ বন্ধের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘটনা জানতে পেরে উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হন কিন্তু সাংবাদিকদের উপস্থিতি দেখে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজাপুর উপজেলা প্রকৌশলী এ ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রিন্ট