আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ সদর আসনের নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির পরস্পরবিরোধী কথাগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে। একদিকে জনগণকে বলছে নির্বাচনে যাবে না অন্যদিকে রাষ্ট্রক্ষমতায় আসার জন্য লিফলেট বিতরণ করছে সাধারণ মানুষের কাছে।হানিফ বলেন, ইতোমধ্যে সারাদেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে।
ভোটারদের আমেজ-উৎসব দেখে বিএনপি এখন হতাশ হয়ে পড়েছে।তিনি বলেন, বিএনপি যারা করেন তারা গণতন্ত্র বিষয়টি জানে না। তারা যদি গণতন্ত্র আগ থেকে জানত তাহলে বিএনপির নেতাকর্মী হয়ে যোগদান করতেন না।২ জানুয়ারি, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসায় সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের সাথে নির্বাচনি আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অগণতান্ত্রিক পন্থায় অবৈধভাবে বিএনপি নামক দলটি গঠন করেন। আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা, হাওয়া ভবনে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে তারেক জিয়া। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।হানিফ বলেন, সারাদেশে প্রত্যেকটা আসনে ভোটের আমেজ তৈরি হয়েছে।
- আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকটঃ ২০২৩ আশা নিরাশায় পথচলা
ভোটে ভোটারদের উৎসাহ উদ্দীপনায় প্রমাণিত হয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।হানিফ আরো বলেন, বাংলাদেশের আইন চলবে তার নিজের গতিতে। দেশের আইন আদালত বিদেশিদের দ্বারা প্রভাবিত হবে না। আইন সবার জন্য সমান। সুদের ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চিহ্নিত এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ড. ইউনুসকে সাজা দিয়েছেন আদালত।এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট