কাটা ধান বহন করাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদেরকে কালিয়া হাসপাতালে ভর্তি করাসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর গ্রামে ঘটেছে ওই সংঘর্ষের ঘটনা।
পুলিশ ও আহতরা জানায়, উপজেলার বেন্দারচর গ্রামের আকবর হোসেন মোল্যা ও মো. মিঠু শেখ তাদের নিজস্ব জমির বোরো ধান কেটে সেগুলো বহন করে বাড়িতে নেয়ার পথে বেন্দারচর কাটা খালের উপর অবস্থিত বঁাশের শাকো পার করার সময় ওইদিন সন্ধ্যা ৭ টার দিকে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তার এক পর্যায়ে কথাকাটাকাটির জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে উভয় পক্ষের কামাল মোল্যা (৩৫), পল্টু শেখ (৪২) ও সোনা মিয়া (২০) মারাত্মক আহত হন। তাদেরকে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ করেনি। অভিযোন পেলে ব্যবস্থা নেয়া হবে।৫
প্রিন্ট