আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরতে রাজধানীতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের রোড শো অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস থেকে রোড শো শুরু করে শহরের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে।
নির্দিষ্ট রোড ম্যাপে শতাধিক ইউপিয়ান নেতাকর্মী উপস্থিত থেকে পিকআপভ্যানে শিল্পী ও বাদ্যযন্ত্র, ব্যানার ফেস্টুনসহ উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে প্রচারণা করে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অপরদিকে পরোক্ষভাবে বিএনপি-জামায়াত রাষ্ট্র ব্যবস্থাকে ভিন্ন রূপ দিতে চায়। তারা হরতাল-অবরোধের নামে অগ্নি-সন্ত্রাস করছে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে তারা বিদেশিদের গোলামে পরিণত করতে চাচ্ছে। এই অপশক্তি আওয়ামী লীগের বিরুদ্ধতা প্রকাশ করতে গিয়ে দেশের বিরোধিতা করছে তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, মানুষের দৈনন্দিন জীবনের চাওয়া-পাওয়ার বিরুদ্ধে কাজ করছে তারা। আমরা প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবাসী বান্ধব আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চাই।
ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা যারা ইউরোপ থেকে এসেছি, তারা ইউরোপের বিভিন্ন দেশে থাকি। আমি যখন বাংলাদেশ থেকে ইউরোপে গেছি, বাংলাদেশে ফোন করতাম অ্যানালক সিস্টেম ছিলো। সেসময় ক্রাশ চেক বা জিজ্ঞেস করা হতো আপনি কোন দেশ থেকে বলছেন, তখন আমি বলতাম আমি ডেনমার্কের ডেনমার্ক থেকে বলছি। তখন মানুষ মনে করতো বাংলাদেশের ডেমরা থেকে বলছি। আমি এখন গর্ববোধ করি কারণ বাংলাদেশকে এবং ডেনমার্ককে বাংলাদেশ চেনে। এখন ডেনমার্কের মানুষ আমাকে বাংলাদেশ হিসেবে চেনে, বঙ্গবন্ধুর দেশে হিসেবে চেনে, জননেত্রী শেখ হাসিনার দেশ হিসেবে চেনে, উন্নয়নের সরকার হিসেবে চেনে। আমরা প্রবাসীরা যারা রাজনীতি করছি, এই রাজনীতি করছি যে আমাদের বাংলাদেশে যতদিন জননেত্রী শেখ হাসিনা সরকার থাকবে, উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। আজকের এই রোড শো এর মাধ্যমে আমরা সরকারের উন্নয়ন তুলে ধরতে এসেছি, মানুষকে বলতে চাই শেখ হাসিনা সরকার থাকলেই কেবল উন্নয়ন হয়। তাই আবারও আমরা শেখ হাসিনা সরকারকে চাই।’
এসময় উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস ফরাজী, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম খালাসি, ফিনল্যন্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহম্মেদ, ফিনল্যন্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, যুগ্ম সাধারন সম্পাদক সোহেল খান, প্রচার সম্পাদক আকতারুজ্জামান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান শ্যামল গ্রীস আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আল আমীন শেখ, গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, সুইডেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফরহাদ আলী খান, মন্জুরুল হক মঞ্জু, হেদাযেতুল ইসলাম, মাল্টা আওয়ামী লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার, পোল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক নান্নু সেকসহ প্রমুখ।
প্রিন্ট