ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সদরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo মোঃ ইমান আলী মোল্লাকে ফুলের শুভেচ্ছা প্রদান করল জাতীয় শ্রমিক লীগ Logo রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন Logo ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo রোহিঙ্গা পরিস্থিতিঃ রাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মি Logo কালুখালীতে তথ্য অধিকার সম্পর্কে সচেতনা বৃদ্ধিকরন কর্মশালা Logo চেয়ারম্যান পদে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ের দ্বারপ্রান্তে টোকন চৌধুরী Logo নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত ৩ ও আহত ২ Logo বাগমারা উপজেলা নির্বাচনে এগিয়ে সান্টু Logo চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে দুজনের মৃত্যু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ইনুকে নয় কামারুলকে সমর্থন করার ঘোষণা মিরপুর উপজেলা আ.লীগের

কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী ও জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুকে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা। তারা হাসানুল হক ইনুর বদলে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের ‘ট্রাক’ প্রতীককে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

 

কুষ্টিয়া-২ আসন মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

 

মঙ্গলবার(২৬ ডিসেম্বর) রাতে মিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা বলেন নেতারা।

সংবাদ সম্মেলনে মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য এবং পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তারা এ সময় জাসদের কর্মী-সমর্থক ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম বলেন, ১৫ বছর ১৪ দলের প্রার্থী হিসেবে এখানে হাসানুল হক ইনু ছিলেন। আসন্ন নির্বাচনে কামারুল আরেফিন ব্যাপক সাড়া পাচ্ছেন। তারা ঐক্যবদ্ধ আছেন। তারা দলের সবাইকে নিয়ে কামারুলকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছেন।

 

এসময় মিরপুর উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি, মালিহাদ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বলেন, বর্তমানে তাদের যিনি সংসদ সদস্য আছেন, তিনি কোনো যোগাযোগ রাখেন না। আওয়ামী লীগের কারো সঙ্গে যোগাযোগ রাখেন না। এ এলাকায় ১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি। তাই মিরপুর উপজেলা আওয়ামী লীগ কামারুল আরেফিনকে জেতাতে বদ্ধপরিকর।

 

তিনি আরও বলেন, ‘আমাদের মিরপুর উপজেলার চেয়ারম্যান ফোরামের ১৩ চেয়ারম্যানের মধ্যে ১১ চেয়ারম্যান এখানে আছি। আমরা ১১ চেয়ারম্যান শপথ নিয়েছি, কামারুল আরেফিনকে জয়যুক্ত করেই ঘরে ফিরবো।’

 

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সদরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

error: Content is protected !!

ইনুকে নয় কামারুলকে সমর্থন করার ঘোষণা মিরপুর উপজেলা আ.লীগের

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী ও জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুকে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা। তারা হাসানুল হক ইনুর বদলে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের ‘ট্রাক’ প্রতীককে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

 

কুষ্টিয়া-২ আসন মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

 

মঙ্গলবার(২৬ ডিসেম্বর) রাতে মিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা বলেন নেতারা।

সংবাদ সম্মেলনে মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য এবং পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তারা এ সময় জাসদের কর্মী-সমর্থক ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম বলেন, ১৫ বছর ১৪ দলের প্রার্থী হিসেবে এখানে হাসানুল হক ইনু ছিলেন। আসন্ন নির্বাচনে কামারুল আরেফিন ব্যাপক সাড়া পাচ্ছেন। তারা ঐক্যবদ্ধ আছেন। তারা দলের সবাইকে নিয়ে কামারুলকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছেন।

 

এসময় মিরপুর উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি, মালিহাদ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বলেন, বর্তমানে তাদের যিনি সংসদ সদস্য আছেন, তিনি কোনো যোগাযোগ রাখেন না। আওয়ামী লীগের কারো সঙ্গে যোগাযোগ রাখেন না। এ এলাকায় ১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি। তাই মিরপুর উপজেলা আওয়ামী লীগ কামারুল আরেফিনকে জেতাতে বদ্ধপরিকর।

 

তিনি আরও বলেন, ‘আমাদের মিরপুর উপজেলার চেয়ারম্যান ফোরামের ১৩ চেয়ারম্যানের মধ্যে ১১ চেয়ারম্যান এখানে আছি। আমরা ১১ চেয়ারম্যান শপথ নিয়েছি, কামারুল আরেফিনকে জয়যুক্ত করেই ঘরে ফিরবো।’

 

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান প্রমুখ।