রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর আদিবাসী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সমির সরকারকে প্রত্যাহার ও নবগঠিত কমিটি অনুমোদনের জন্য ২৭ ডিসেম্বর বুধবার উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত আবেদন করা হয়েছে।
লিখিত আবেদনে বলা হয় সমিতির সভাপতি সমির সরকার সমিতির সদস্য ইলিশকোল গ্রামের সুবোধ চন্দ্র সরকারের নিকট হতে ২০ হাজার টাকা ও মাতণাখালি গ্রামের অচিন্ত কুমার সরকারের নিকট থেকে ৫ হাজার টাকা নিলেও তাদের ঘর দেয়নায়। এছাড়াও দূর্নিতিমূলক কার্যক্রমের মাধ্যমে সমিতির নামে বরাদ্দকৃত অর্থ বিভিন্ন সময় আত্মসাৎ করে আসছে।
এবিষয়ে সমিতির সদস্যের সভাপতির নিকট জিজ্ঞাসা করলে তাদেরকে গালিগালাজ করাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। সমিতির সদস্যহণ সভাপতি সমির সরকারের অত্যাচারে অতিষ্ট হয়ে গত ৬/ ১০/ ২০২২ সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি সমির সরকারকে প্রত্যাহার পূর্বক নতুন কমিটি গঠণ করে। উক্ত কমিটির দ্বারা সমিতির ২ টি সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি সমির সরকার বলেন আমার বিষয়ে যেসকল অভিযোগ করেছে তা ভিত্তিহীন আমি ধার বাবদ ১৯ শত টাকা নিয়েছিলাম। উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম জানান এ বিষয়ে আমি একটি লিখিত আবেদন পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনিয় ব্যাবস্থা নেওয়া হবে।
প্রিন্ট