কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুন পাড়া প্রাইমারি স্কুলে রোববার ও সোমবার একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে রক্ত নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ৪শত জনকে রক্ত ও ডায়বেটিস পরীক্ষা করে এই সংগঠনটি।
উক্ত কর্মসূচিতে এলাকার মানুষ বিনামূল্যে রক্ত নির্নয় করতে পেরে খুবই আনন্দিত। কারণ তারা জানতো না তাদের রক্তের গ্রুপ কি। একটি মানুষের নিজের রক্তের গ্রুপ জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই মহান আয়োজনে সংগঠনের সকল সদস্যদের সাধুবাদ জানিয়েছেন।
একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন বলেন, অসহায় দুঃস্থ মানুষের সেবার লক্ষ্যে এই সংগঠনের জন্ম। এমনই ভাবেই মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাব একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন।
উপস্থিত ছিলেন- একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের মিথুন উর-রহমান, মামুন হোসেন, তুহিন আলী, জাহিদ হাসান শুভ, আকাশ আহমেদ, বাঁধন, মো: আলিফ, মোহাম্মদ আলী মিঠুন, আরোশী রহমান, খাদিজাতুল কোবরা, জয় ও তানিয়া হোসেন।
উল্লেখ, সংগঠনটি দীর্ঘদিন ধরে ভেড়ামারা উপজেলায় বিভিন্ন সমাজ সেবা মূলক কার্যক্রম করে আসছে। চাহিদা সম্পূর্ণ মানুষ কে হুইল চেয়ার প্রদান, স্বল্প আয়ের মানুষের জন্য দশ টাকায় আহার, শহর পরিস্কার পরিছন্ন অভিযান, দুঃস্থ অসহায় মানুষের সেবাদান করে আসছে।
প্রিন্ট