কুষ্টিয়ার কুমারখালীতে জামাই বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার যদুবয়রা ইউপির উত্তর চাঁদপুর গ্রামের আইন উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।
যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজাদ খান জানান, নুরুল ইসলাম শীতের পিঠা নিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজবাড়ি থেকে যদুবয়রা জামাই বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ইটের খোয়া ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
- আরও পড়ুনঃ স্মার্ট দেশ গড়তে নৌকায় ভোট চাই
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং ঘাতক ট্রাক আটক করেছেন। তবে পালিয়ে গেছেন ট্রাকের চালক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট