মাগুরায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, পাট অধীদপ্তরের অধীনে নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সকাল ৯ টার সময় মাগুরা সদর উপজেলা প্রশাসন এবং মাগুরা সদর পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর আয়োজনে ১ দিনব্যাপী পাট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পাট প্রশিক্ষণ অনুষ্ঠান সমন্বয় করেন, মাগুরা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মাহবুব উল ইসলাম। পাট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক সূফী মোঃ রফিকুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, পাট অধিদপ্তর মাগুরা মূখ্য পরিদর্শক মোঃ আলাউদ্দীন।
- আরও পড়ুনঃ আমার ভোট আমি দিবো “এমপি আমু”
২০২৩-২৪ অর্থ বছরের আওতায় ৭৫ জন চাষীদেরকে পাট চাষের গুরুত্ব পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা, উন্নত প্রযুক্তির মাধ্যমে রবি-১ পাট চাষ পদ্ধতি (বীজ সংগ্রহ, জমি নির্বাচন ও জমি তৈরি, বীজ বপন, আন্ত:পরিচর্যা, সার ও বালাইনাশক প্রয়োগ ইত্যাদি), পাট ও পাটবীজ উৎপাদন ও সংরক্ষণ ও প্রক্রিয়া জাতকরনে উন্নত প্রযুক্তির প্রয়োগ, পাট কর্তন এবং উন্নত পদ্ধতিতে পাট পচন (রিবোন রেটেং পদ্ধতির প্রয়োগ ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ) এবং পাটের গ্রেডিং সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয় বস্তু সম্পর্কে আলোচনা করেন প্রশিক্ষণ ট্রেইনার বৃন্দগণ।
প্রিন্ট