ফরিদপুরের মধুখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাসদী নবী সংঘের আয়োজনে ১৬ দলীয় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
বুধবার (২০ডিসেম্বর,২০২৩) রাতে ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাসদী নবী সংঘের সভাপতি ও ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহেদুন নবী মনির সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পদক মোঃ রেজাউল হক বকু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামন মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, রায়পুর বকশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবিরুল আলম, নবী সংঘের সাধারন সম্পাদক মোঃ আসাদুর রহমান ফুয়াদ, প্রবাসি মোঃ মোস্তাহিদুর রহমান হাবু, মোঃ হাকিম শেখসহ প্রমুখ।
খেলা সার্বিক সহযোগিতায় রুদ্র মোহাম্মাদ আফাজউদ্দিন, মোঃপারভেজ, সাজিদ, সোহাগ, রনি, সাগর ও মুন্না।
উদ্বোধনী খেলায় ১৬টি দল অংশ গ্রহন করে। এতে ৮টি দলে খেলে বাছাই করে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ৪টি দল। ২৫ ডিসেম্বর দ্বিতীয় পর্বে ৪টি দলের মধ্যে খেলা হবে এবং ঐদিন চুড়ান্ত খেলা হবে।
প্রিন্ট