কৃষ্ণ নাম শ্রবণে মনের কালিমা মোচন করার মানসে ফরিদপুরের বোয়ালমারীতে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার সাতৈরের বড়নগর সুবাস সাহার দুর্গা মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপী এই অখণ্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ঠকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।
১৪ ডিসেম্বর শ্রীমদ্ভাগবত পাঠ ও মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হয়। অধিবাস কীর্তন পরিবেশন করে বিলসরাইল হরিবাসর সংঘ।
এরপর ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ ডিসেম্বর শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। ১৯ ডিসেম্বর অষ্টকালীন সমাপনান্তে কুঞ্জভঙ্গ,নগরকীর্তন, জলকেলী, ভোগরাগ অনুষ্ঠিত হবে।
পরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
নামসুধা পরিবেশন করেন-ফরিদপুরের ব্রজকিশোর সম্প্রদায়, গোপালগঞ্জের মা সারদা সম্প্রদায় ও বাসনা সম্প্রদায়, খুলনার নব মঞ্জুশ্রী সম্প্রদায় এবং ঢাকার শ্রী কৃষ্ণ সেবা সংঘ সম্প্রদায় ও জয় মহাপ্রভু সম্প্রদায়। শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন- ঢাকার অমল ব্যানার্জি, রাজশাহীর শতরুপা হালদার ও টাঙ্গাইলের কুমারী মুক্তিনন্দী বর্ষা। মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রতিদিনই ভক্তবৃন্দের জন্য সার্বক্ষণিক প্রসাদের ব্যবস্থা ছিলো।
নামযজ্ঞ অনুষ্ঠানের ২য় দিন আওয়ামী লীগের এম,পি প্রার্থী আবদুর রহমান এবং শেষ দিন বিএনএমের এম,পি প্রার্থী শাহ মো. আবু জাফর মহানাম যজ্ঞানুষ্ঠানে গিয়ে ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রিন্ট