রাজবাড়ী সদর উপজেলার ভগীরথপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার নবনির্মিত দৃষ্টিনন্দন গেট শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ শুক্রবার বিকাল ৩টার দিকে ফিতা কেটে ও নামফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গেট উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউপির চেয়ারম্যান শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিবর রহমান, মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম, মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম। রাজবাড়ী জেলা পরিষদের অর্থায়নে দৃষ্টিনন্দন গেটটি নির্মিত হয়েছে। মাদরাসাটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রিন্ট