মহান বিজয় দিবসে উৎসবের সমারোহে শনিবার বিকেল ৪টায় বাঘামডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে বিজয়ী হন, বাঘা উপজেলা প্রশাসন। বাঘা উপজেলা প্রশাসন বনাম সুধিজনের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে ১ গোলকরেউপজেলাপ্রশাসন। দ্বিতীয়ার্ধে ১ গোল করে খেলার সমতা ফিরিয়ে আনে সুধিজন। পরে আরো ১টি গোলকরে বিজয়ী হন উপজেলা প্রশাসন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন টিম ম্যানেজার ও উপজেলা সহকারিক মিশনার (ভ’মি) জুয়েল আহমেদ। ডাঃ আকতারুজ্জামান সহ উপজেলা প্রশাসনেরপক্ষে খেলায় অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি। আবু হেনা মোস্তফাজামালবাপ্পিসহসুধিজনেরপক্ষেখেলায় অংশ নেন মুক্তিযোদ্ধা-মুক্তিযোদ্ধা সন্তান ও সুধিজন।
খেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন শিক্ষক বিপ্লব কুমার রায়। ধারাবিবরণীতে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল। পরে খেলোয়ারদের মাঝেপুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।
প্রিন্ট