ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা Logo মাগুরায় শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসায় জালিয়াতি করে চাকরির অভিযোগ Logo মুকসুদপুরে সাংবাদিক হায়দারের কুশপুত্তলিকা দাহ Logo মুকসুদপুরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ Logo তানোরে সার চোরাচালানের মহোৎসব! Logo ফরিদপুরে ৫ দিনব্যাপী ৮৬১ ও ৮৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন Logo রূপগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Logo বালিয়াকান্দির ‘উকুন খোটা’ স্কুল এখন দেশসেরা হওয়ার অপেক্ষায় Logo তানোরের নারায়নপুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান Logo বাঘায় গলা কেটে হত্যা, নিহতের ভাইরা ভাই রায়হান গ্রেপ্তার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

শখে ঘু‌ড়ি উড়িয়ে আর্থিক ভাবে লাভবান সালথার মোসারফ হো‌সেন

 শখের ব‌সেই ঘু‌ড়ি বানান ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের কা‌কিলাখোলা গ্রা‌মের মোসারফ হো‌সেন(৫০)। শ‌খের ব‌সে ঘু‌ড়ি বানা‌লেও অ‌নে‌কের শখ পুরণ কর‌তে তা‌দের ঘু‌ড়ি বা‌নি‌য়ে অর্থ আয় ক‌রেন তি‌নি।
একজন কৃষক হ‌লেও সৌখিন মনের মানুষ মোসারফ মা‌ঠের কাজ শে‌ষে অবস‌রে ঘু‌রি বানান। নি‌জে উড়ান, য‌দি কেউ ঘু‌ড়ি বা‌নি‌য়ে দি‌তে বলেন তাহ‌লে তা‌কে ঘু‌রি বা‌নি‌য়ে দেন মোসারফ, কখ‌নো টাকা চে‌য়ে নেন না, ত‌বে প‌রিশ্রম অনুয‌ায়ী পা‌রিশ্রমিক দেয় সবাই। শখের ব‌সে ঘু‌ড়ি বানা‌লেও অ‌নেক সময় অর্থ উপার্জনের ব‌্যবস্থা হয় এখান থে‌কে। ঘু‌ড়ি বা‌নি‌য়ে নি‌জের শখ পুরণ ক‌রে অ‌ন্যের শখ পুরণ ক‌রেন মোসারফ।
সরেজ‌মি‌নে কা‌কিলাখোলা গ্রা‌মের মোসার‌ফ হো‌সে‌নের বা‌ড়ি‌তে গি‌য়ে দেখা যায় তি‌নি ঘু‌ড়ি বানা‌চ্ছেন।
জানা যায়, তি‌নি ছোট বেলা থে‌কেই ঘু‌ড়ি বানান। বর্তমা‌নে ডেপুস, কওড়, চিল, ফেউ‌চে (‌ফি‌ঙে), প্রজাপ্রতি, পত্তম, বিমান, জেল ঘু‌ড়িসহ বি‌ভিন্ন প্রকার ঘু‌ড়ি বানা‌তে পা‌রেন। ঘু‌ড়ি বানা‌তে ছনদা, বাশ, সু‌তা, সুই, গু‌টি সুতা, প‌লি‌থিন, কাপর, টেপ, কাগজ, আঠা সহ আরও অ‌নেক উপকর‌ণের দরকার হয়। মূলত বসন্ত ও গ্রীষ্ম ঋতু‌তে ঘু‌ড়ি উড়া‌নো হয়। স্থানীয়ভা‌বে ঘু‌ড়ি কে ঘু‌ড্ডি বলা হয়, আর ঘু‌ড়ি উড়া‌তে মন চায়না এমন মানুষ পাওয়া দুঃষ্কর।
মোসারফ‌ হো‌সেন ব‌লেন, কৃ‌ষি কাজ করার পাশাপা‌শি শখের ব‌সে ঘু‌ড়ি বানাই, অবসর সম‌য়ে ঘু‌ড়ি উড়াই, য‌দি কেউ ঘু‌ড়ি বা‌নি‌য়ে দি‌তে ব‌লে আ‌মি বা‌নি‌য়ে দেই, পা‌রিশ্রমিক যা দেয় তাই নেই। আগের দি‌নে আকা‌শে অ‌নেক ঘু‌ড়ি উড়‌লেও বর্তমা‌নে তেমন সৌ‌খিন মানুষ পাওয়া যায় না, হা‌তে গোনা কিছু মানুষ ঘু‌ড়ি উড়ায়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা

error: Content is protected !!

শখে ঘু‌ড়ি উড়িয়ে আর্থিক ভাবে লাভবান সালথার মোসারফ হো‌সেন

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :
 শখের ব‌সেই ঘু‌ড়ি বানান ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের কা‌কিলাখোলা গ্রা‌মের মোসারফ হো‌সেন(৫০)। শ‌খের ব‌সে ঘু‌ড়ি বানা‌লেও অ‌নে‌কের শখ পুরণ কর‌তে তা‌দের ঘু‌ড়ি বা‌নি‌য়ে অর্থ আয় ক‌রেন তি‌নি।
একজন কৃষক হ‌লেও সৌখিন মনের মানুষ মোসারফ মা‌ঠের কাজ শে‌ষে অবস‌রে ঘু‌রি বানান। নি‌জে উড়ান, য‌দি কেউ ঘু‌ড়ি বা‌নি‌য়ে দি‌তে বলেন তাহ‌লে তা‌কে ঘু‌রি বা‌নি‌য়ে দেন মোসারফ, কখ‌নো টাকা চে‌য়ে নেন না, ত‌বে প‌রিশ্রম অনুয‌ায়ী পা‌রিশ্রমিক দেয় সবাই। শখের ব‌সে ঘু‌ড়ি বানা‌লেও অ‌নেক সময় অর্থ উপার্জনের ব‌্যবস্থা হয় এখান থে‌কে। ঘু‌ড়ি বা‌নি‌য়ে নি‌জের শখ পুরণ ক‌রে অ‌ন্যের শখ পুরণ ক‌রেন মোসারফ।
সরেজ‌মি‌নে কা‌কিলাখোলা গ্রা‌মের মোসার‌ফ হো‌সে‌নের বা‌ড়ি‌তে গি‌য়ে দেখা যায় তি‌নি ঘু‌ড়ি বানা‌চ্ছেন।
জানা যায়, তি‌নি ছোট বেলা থে‌কেই ঘু‌ড়ি বানান। বর্তমা‌নে ডেপুস, কওড়, চিল, ফেউ‌চে (‌ফি‌ঙে), প্রজাপ্রতি, পত্তম, বিমান, জেল ঘু‌ড়িসহ বি‌ভিন্ন প্রকার ঘু‌ড়ি বানা‌তে পা‌রেন। ঘু‌ড়ি বানা‌তে ছনদা, বাশ, সু‌তা, সুই, গু‌টি সুতা, প‌লি‌থিন, কাপর, টেপ, কাগজ, আঠা সহ আরও অ‌নেক উপকর‌ণের দরকার হয়। মূলত বসন্ত ও গ্রীষ্ম ঋতু‌তে ঘু‌ড়ি উড়া‌নো হয়। স্থানীয়ভা‌বে ঘু‌ড়ি কে ঘু‌ড্ডি বলা হয়, আর ঘু‌ড়ি উড়া‌তে মন চায়না এমন মানুষ পাওয়া দুঃষ্কর।
মোসারফ‌ হো‌সেন ব‌লেন, কৃ‌ষি কাজ করার পাশাপা‌শি শখের ব‌সে ঘু‌ড়ি বানাই, অবসর সম‌য়ে ঘু‌ড়ি উড়াই, য‌দি কেউ ঘু‌ড়ি বা‌নি‌য়ে দি‌তে ব‌লে আ‌মি বা‌নি‌য়ে দেই, পা‌রিশ্রমিক যা দেয় তাই নেই। আগের দি‌নে আকা‌শে অ‌নেক ঘু‌ড়ি উড়‌লেও বর্তমা‌নে তেমন সৌ‌খিন মানুষ পাওয়া যায় না, হা‌তে গোনা কিছু মানুষ ঘু‌ড়ি উড়ায়।


প্রিন্ট