আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১:৩০ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৫, ২০২১, ৭:৩১ পি.এম
শখে ঘুড়ি উড়িয়ে আর্থিক ভাবে লাভবান সালথার মোসারফ হোসেন
শখের বসেই ঘুড়ি বানান ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মোসারফ হোসেন(৫০)। শখের বসে ঘুড়ি বানালেও অনেকের শখ পুরণ করতে তাদের ঘুড়ি বানিয়ে অর্থ আয় করেন তিনি।
একজন কৃষক হলেও সৌখিন মনের মানুষ মোসারফ মাঠের কাজ শেষে অবসরে ঘুরি বানান। নিজে উড়ান, যদি কেউ ঘুড়ি বানিয়ে দিতে বলেন তাহলে তাকে ঘুরি বানিয়ে দেন মোসারফ, কখনো টাকা চেয়ে নেন না, তবে পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক দেয় সবাই। শখের বসে ঘুড়ি বানালেও অনেক সময় অর্থ উপার্জনের ব্যবস্থা হয় এখান থেকে। ঘুড়ি বানিয়ে নিজের শখ পুরণ করে অন্যের শখ পুরণ করেন মোসারফ।
সরেজমিনে কাকিলাখোলা গ্রামের মোসারফ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি ঘুড়ি বানাচ্ছেন।
জানা যায়, তিনি ছোট বেলা থেকেই ঘুড়ি বানান। বর্তমানে ডেপুস, কওড়, চিল, ফেউচে (ফিঙে), প্রজাপ্রতি, পত্তম, বিমান, জেল ঘুড়িসহ বিভিন্ন প্রকার ঘুড়ি বানাতে পারেন। ঘুড়ি বানাতে ছনদা, বাশ, সুতা, সুই, গুটি সুতা, পলিথিন, কাপর, টেপ, কাগজ, আঠা সহ আরও অনেক উপকরণের দরকার হয়। মূলত বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে ঘুড়ি উড়ানো হয়। স্থানীয়ভাবে ঘুড়ি কে ঘুড্ডি বলা হয়, আর ঘুড়ি উড়াতে মন চায়না এমন মানুষ পাওয়া দুঃষ্কর।
মোসারফ হোসেন বলেন, কৃষি কাজ করার পাশাপাশি শখের বসে ঘুড়ি বানাই, অবসর সময়ে ঘুড়ি উড়াই, যদি কেউ ঘুড়ি বানিয়ে দিতে বলে আমি বানিয়ে দেই, পারিশ্রমিক যা দেয় তাই নেই। আগের দিনে আকাশে অনেক ঘুড়ি উড়লেও বর্তমানে তেমন সৌখিন মানুষ পাওয়া যায় না, হাতে গোনা কিছু মানুষ ঘুড়ি উড়ায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha