রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপি পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৩ সোমবার (১১ ডিসেম্বর) বিকালে আন্দুলিয়া কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কোলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শ্যামল কুমার শিকদারকে সভাপতি ও অসিত কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক এছাড়া বিমল কুমার বিশ্বাস, মনোজিৎ চক্রবর্তী, ব্রজ গোপাল বিশ্বাস ও দীপক কুমার দাসকে সহসভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
অরুণ কুমার সেনের সভাপতিত্বে এবং ভজন কুমার মাস্টারের উপস্থাপনায় সম্মেলন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), সহসভাপতি কিশোর কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কুমার বিশ্বাস, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পালসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্বারোপ করা হয়। ঘোষিত কমিটির নেতৃবৃন্দ এলাকার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
প্রিন্ট