যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবাররাজবাড়ীর কালুখালী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মৃগী শহীদ দিয়ানত আলী ডিগ্রি কলেজ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ দিয়ানত আলীর মাজারে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাসিমা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, আব্দুল খালেক, মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতিন, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কেএম মনিরুল আনোয়ার,আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
- আরও পড়ুনঃ ভোটবিরোধী রাজনৈতিক সমাবেশ বন্ধের নির্দেশ
আলোচনা সভার পর বীর মুক্তিযোদ্ধা শহীদ দিয়ানত আলীর স্মৃতি স্মরনে ১ মিনিট নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

প্রিন্ট