টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্মারক ৭১ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এরপর নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজা মো: গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহিনুর ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, মো: মোকাদ্দেস আলী, গোলাম সরোয়ার ছানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী গণ।