ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

১৪ দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই ভোট করবেনঃ -হানিফ

১৪ দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই ভোট করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ১৪ দলীয় জোটের শরিক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়েছে, সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে জোটের শরিক দলের নেতারা কেউ অসন্তুষ্টি ব্যক্ত করেননি। আওয়ামী লীগ আশা করছে, আসন ভাগাভাগি নিয়ে যে বিষয়টি রয়েছে ১৪ দলীয় জোটের সঙ্গে সেটা খুব দ্রুতই নিষ্পত্তি হবে। তবে ১৪ দলীয় জোট যে কয়টি আসন পাবে, তারা নৌকা প্রতীক নিয়েই ভোট করবে।

আসন ভাগাভাগির বাইরেও যদি ১৪ দলীয় জোটের নেতারা তাদের দলীয় প্রতীক নিয়ে ভোট করতে চান, সেই সুযোগও তারা পাবেন, যোগ করেন হানিফ।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া মুক্তদিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ সরকারের আমলে গুম-খুনের যে অভিযোগগুলো করা হচ্ছে, তা সম্পূর্ণ কাল্পনিক এবং অসত্য। এর কোনো ভিত্তি নেই। এ দেশে গুম-খুনের রাজনীতি এবং মানবাধিকার লংঘনের রাজনীতি শুরু হয়েছিল বিএনপির হাত ধরে।

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ওই সময়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে গুমের রাজনীতি শুরু করেছিলেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও আওয়ামী লীগের প্রায় ১২০০ জনকে তিনি বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

১৪ দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই ভোট করবেনঃ -হানিফ

আপডেট টাইম : ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

১৪ দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই ভোট করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ১৪ দলীয় জোটের শরিক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়েছে, সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে জোটের শরিক দলের নেতারা কেউ অসন্তুষ্টি ব্যক্ত করেননি। আওয়ামী লীগ আশা করছে, আসন ভাগাভাগি নিয়ে যে বিষয়টি রয়েছে ১৪ দলীয় জোটের সঙ্গে সেটা খুব দ্রুতই নিষ্পত্তি হবে। তবে ১৪ দলীয় জোট যে কয়টি আসন পাবে, তারা নৌকা প্রতীক নিয়েই ভোট করবে।

আসন ভাগাভাগির বাইরেও যদি ১৪ দলীয় জোটের নেতারা তাদের দলীয় প্রতীক নিয়ে ভোট করতে চান, সেই সুযোগও তারা পাবেন, যোগ করেন হানিফ।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া মুক্তদিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ সরকারের আমলে গুম-খুনের যে অভিযোগগুলো করা হচ্ছে, তা সম্পূর্ণ কাল্পনিক এবং অসত্য। এর কোনো ভিত্তি নেই। এ দেশে গুম-খুনের রাজনীতি এবং মানবাধিকার লংঘনের রাজনীতি শুরু হয়েছিল বিএনপির হাত ধরে।

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ওই সময়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে গুমের রাজনীতি শুরু করেছিলেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও আওয়ামী লীগের প্রায় ১২০০ জনকে তিনি বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।