ঢাকা , শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষার্থী অপহরণে জড়িত দু’জন গ্রেপ্তারঃ মুক্তিপণের ৪ লাখ টাকা উদ্ধার Logo ক্লুলেস ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ Logo বিদ্রোহী সাহিত্য পরিষদের উদ্যোগে নতুন পোশাকে ঈদ আনন্দে মাতল শিশুরা Logo ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর)’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo রাষ্ট্র পরিচালনায় শেখ মুজিব যেখানে ব্যর্থ জিয়াউর রহমান সেখানে সফল -অধ্যাপক শহীদুল Logo বাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী Logo ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বাঘায় একই দলের দুই জনের মারামারি, আহত -৯ Logo আমরা দলের শক্তি দিয়ে চাঁদাবাজি করার রাজনীতি করি নাঃ -বাবুল Logo কালুখালীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল Logo সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সালথায় স্থানীয় প্রভাবশালীদের অত্যাচারে প্রবাসীর পরিবারের বাড়ি ছাড়ার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের ইতালী প্রবাসী নিজাম শেখ এর অসহায় পরিবার স্থানীয় প্রভাবশালীদের অত্যাচারে বাড়িঘর ছাড়ার ছাড়ার অভিযোগ উঠেছে। এমনকি তাদের চাষাবাদের জমিও চাষ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ইতালী প্রবাসীর স্ত্রী নুপুর বেগম।

 

গত ১০ ডিসেম্বর স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা। নিজাম শেখ প্রবাসে থাকায় পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাচ্ছে বলে তাদের অভিযোগ। প্রবাসীর স্ত্রী নুপুর বেগম জানান, আমার স্বামী বিগত ৫ বছর ইতালীতে থাকেন, আমাদের প্রতিবেশী ও আত্মীয় একই গ্রামের আয়জদ্দিন ওরফে আয়ুব মোল্লার নাতি, মিরাজ মোল্লার ছেলে মনির মোল্লা (২২)।

 

খৈলশপট্টি গ্রামের কামরুজ্জামান মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৫), তুগোলদিয়া গ্রামের মৃত্যু ইছহাক মোল্লার ছেলে মোশারফ মোল্লা (৩৬) আমার স্বামীর ভাতিজা ভাসুর রেজাউল শেখ এর ছেলে, ২০২১ সালে দেশীয় দালালের মাধ্যমে কাজের তাগিদে রোমানিয়া যায়। সেখানে গিয়ে তারা উন্নত জীবনের আশায় অবৈধভাবে ইতালী যাওয়ার পথ খোঁজে। তারা আমার স্বামী ইতালী প্রবাসী নিজাম শেখ এর সাথে যোগাযোগ করে। তিনি মাধ্যম ধরিয়ে দেন, যিনি মাধ্যম তিনি ওই চারজনের প্রত্যেকের কাছ থেকে ৪ লক্ষ টাকা করে মোট ১৬ লক্ষ টাকা নেন ইতালী পৌছে দেওয়ার কথা বলে।

 

কিন্তু আমার ভাসুরের ছেলে যেতে পারলেও পুলিশে ধরা খায় বাকি তিনজন। পরে তারা বিদেশে জেল খেটে দেশে ফেরৎ চলে আসে। দেশে এসে তারা বিভিন্ন ভাবে আমাদের উপর অত্যাচার শুরু করে। মানবপাচার আইনে তারা মামলা দেয় আমাদের নামে, সব মামলা খারিজ হয়ে যায়। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় বাধ্য হয়ে আমরা তাদের টাকা ফেরৎ দেই। কিন্তু টাকা ফেরৎ নেয় না মিরাজ মোল্লা ও তার ছেলে মনির মোল্লা। তাদের দাবি রোমানিয়া যাওয়া সহ তাদের সব ধরনের ক্ষতিপূরনসহ ১০ লক্ষ টাকা দাবি করে। এই টাকা না দেওয়াতে প্রতিনিয়ত চলে আমাদের সাথে ঝামেলা। বিভিন্ন সময় বাড়ির উপর এসে অকথ্য ভাষায় গালিগালাজ, বাড়ি থেকে বের হওয়া বন্ধ, মাঠের জমি চাষাবাদে বাধাঁসহ নানাবিদ সমস্যার সৃষ্টি করে চলে। এই অবস্থায় এখানে আমাদের বসবাস করা দূরহ হয়ে পড়েছে।

 

নিজাম শেখ মা ফুলমতি বেগম (৭২) জানান, আয়জদ্দিন মোল্লা আমাদের প্রতিবেশী ও এলাকার প্রভাবশালী তাই তাদের অত্যাচার মুখ বুঝে সহ্য করে খুব কষ্টে জীবনযাপন করছি। সব সময় ভয়ে ভয়ে দিন পার হয় আমাদের, রাতের আধাঁরে ঘরের চালের উপর ইটপাটকেল পড়ে মাঝ রাতে আমাদের ঘুম ভেঙ্গে যায়। ওই রাতে আমরা আর ঘুমাতে পারি না। কখন যেন দলবল নিয়ে বাড়ির উপর এসে হামতাম করে। আমরা এখন আর কি করবো। নিজাম শেখ এর বড় ভাই রেজাউল শেখ বলেন, আমি এই সবের কিছুই জানি না তারপরও আমার নামে মানব পাচার আইনে মামলা দেয়। আমি আমাদের পুরান বাড়িতে থাকি। আমার ভাই নিজাম শেখ স্ত্রী ও আমার মাসহ ছোট বাচ্চারা অনিরাপদে দিন পার করে। আয়জদ্দিন মোল্লা ও তার ছেলেরা এলাকার প্রভাবশালী ব্যক্তি তাই প্রতিবাদ করতে পারি না। তাই তারা যা খুশি তাই করে যাচ্ছে । উপায়ন্তোর না পেয়ে আমরা থানায় অভিযোগ করেছি। থানায় অভিযোগ করাতে তারা আমাদের উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে পড়েছে। আমরা এর একটা সুষ্ঠ সুরাহা চাই।

 

এদিকে আয়জদ্দিন ওরফে আয়ুব মোল্লা অভিযোগ অস্বিকার করে বলেন, আমরা তাদের সাথে কোন খারাপ আচারণ করছি না। তারা যে অভিযোগ আনছে তা মিথ্যা ও বানোয়াট। আমরা আমাদের পাওনা টাকাটাই শুধু চাইছি। তিনি বলেন, আমার নাতি ও ছেলে গরীব মানুষ জমিজমা বন্ধক রেখে টাকা পয়সা সুদে করে তাদের দিয়েছে। তাহলে আমাদের এতোবড় ক্ষতি হল আমাদের এই ক্ষতি পূরন কে দিবে। ৪ লক্ষ টাকা আমাদের দিয়েছিলো আমরা ওই টাকা নেইনি। আমাদের ক্ষতি পূরন চাই, আর নিজাম এর ভাতিজা যেতে পারলো আর বাকী কেউ যেতে পারেনি এটা ও ইচ্ছা করে করেছে। তাই আমাদের সব টাকা দিতে হবে।

 

 

সালথা থানার এস আই সংস্লিষ্ট ইউনিয়ন বিট অফিসার সুমন বলেন, ইতালী প্রবাসী নিজাম শেখ স্ত্রী নুপুর বেগম একটি অভিযোগ করেছেন। আমরা দুপক্ষকে ডেকে শান্ত থাকতে বলেছি। জমি চাষাবাদে কোন বাধা নেই। টাকা পয়সা লেনদেন এর বিষয় সাক্ষ্যপ্রমানে পরবর্তীতে উভয় পক্ষ বসে সমাধান করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষার্থী অপহরণে জড়িত দু’জন গ্রেপ্তারঃ মুক্তিপণের ৪ লাখ টাকা উদ্ধার

error: Content is protected !!

সালথায় স্থানীয় প্রভাবশালীদের অত্যাচারে প্রবাসীর পরিবারের বাড়ি ছাড়ার অভিযোগ

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের ইতালী প্রবাসী নিজাম শেখ এর অসহায় পরিবার স্থানীয় প্রভাবশালীদের অত্যাচারে বাড়িঘর ছাড়ার ছাড়ার অভিযোগ উঠেছে। এমনকি তাদের চাষাবাদের জমিও চাষ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ইতালী প্রবাসীর স্ত্রী নুপুর বেগম।

 

গত ১০ ডিসেম্বর স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা। নিজাম শেখ প্রবাসে থাকায় পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাচ্ছে বলে তাদের অভিযোগ। প্রবাসীর স্ত্রী নুপুর বেগম জানান, আমার স্বামী বিগত ৫ বছর ইতালীতে থাকেন, আমাদের প্রতিবেশী ও আত্মীয় একই গ্রামের আয়জদ্দিন ওরফে আয়ুব মোল্লার নাতি, মিরাজ মোল্লার ছেলে মনির মোল্লা (২২)।

 

খৈলশপট্টি গ্রামের কামরুজ্জামান মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৫), তুগোলদিয়া গ্রামের মৃত্যু ইছহাক মোল্লার ছেলে মোশারফ মোল্লা (৩৬) আমার স্বামীর ভাতিজা ভাসুর রেজাউল শেখ এর ছেলে, ২০২১ সালে দেশীয় দালালের মাধ্যমে কাজের তাগিদে রোমানিয়া যায়। সেখানে গিয়ে তারা উন্নত জীবনের আশায় অবৈধভাবে ইতালী যাওয়ার পথ খোঁজে। তারা আমার স্বামী ইতালী প্রবাসী নিজাম শেখ এর সাথে যোগাযোগ করে। তিনি মাধ্যম ধরিয়ে দেন, যিনি মাধ্যম তিনি ওই চারজনের প্রত্যেকের কাছ থেকে ৪ লক্ষ টাকা করে মোট ১৬ লক্ষ টাকা নেন ইতালী পৌছে দেওয়ার কথা বলে।

 

কিন্তু আমার ভাসুরের ছেলে যেতে পারলেও পুলিশে ধরা খায় বাকি তিনজন। পরে তারা বিদেশে জেল খেটে দেশে ফেরৎ চলে আসে। দেশে এসে তারা বিভিন্ন ভাবে আমাদের উপর অত্যাচার শুরু করে। মানবপাচার আইনে তারা মামলা দেয় আমাদের নামে, সব মামলা খারিজ হয়ে যায়। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় বাধ্য হয়ে আমরা তাদের টাকা ফেরৎ দেই। কিন্তু টাকা ফেরৎ নেয় না মিরাজ মোল্লা ও তার ছেলে মনির মোল্লা। তাদের দাবি রোমানিয়া যাওয়া সহ তাদের সব ধরনের ক্ষতিপূরনসহ ১০ লক্ষ টাকা দাবি করে। এই টাকা না দেওয়াতে প্রতিনিয়ত চলে আমাদের সাথে ঝামেলা। বিভিন্ন সময় বাড়ির উপর এসে অকথ্য ভাষায় গালিগালাজ, বাড়ি থেকে বের হওয়া বন্ধ, মাঠের জমি চাষাবাদে বাধাঁসহ নানাবিদ সমস্যার সৃষ্টি করে চলে। এই অবস্থায় এখানে আমাদের বসবাস করা দূরহ হয়ে পড়েছে।

 

নিজাম শেখ মা ফুলমতি বেগম (৭২) জানান, আয়জদ্দিন মোল্লা আমাদের প্রতিবেশী ও এলাকার প্রভাবশালী তাই তাদের অত্যাচার মুখ বুঝে সহ্য করে খুব কষ্টে জীবনযাপন করছি। সব সময় ভয়ে ভয়ে দিন পার হয় আমাদের, রাতের আধাঁরে ঘরের চালের উপর ইটপাটকেল পড়ে মাঝ রাতে আমাদের ঘুম ভেঙ্গে যায়। ওই রাতে আমরা আর ঘুমাতে পারি না। কখন যেন দলবল নিয়ে বাড়ির উপর এসে হামতাম করে। আমরা এখন আর কি করবো। নিজাম শেখ এর বড় ভাই রেজাউল শেখ বলেন, আমি এই সবের কিছুই জানি না তারপরও আমার নামে মানব পাচার আইনে মামলা দেয়। আমি আমাদের পুরান বাড়িতে থাকি। আমার ভাই নিজাম শেখ স্ত্রী ও আমার মাসহ ছোট বাচ্চারা অনিরাপদে দিন পার করে। আয়জদ্দিন মোল্লা ও তার ছেলেরা এলাকার প্রভাবশালী ব্যক্তি তাই প্রতিবাদ করতে পারি না। তাই তারা যা খুশি তাই করে যাচ্ছে । উপায়ন্তোর না পেয়ে আমরা থানায় অভিযোগ করেছি। থানায় অভিযোগ করাতে তারা আমাদের উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে পড়েছে। আমরা এর একটা সুষ্ঠ সুরাহা চাই।

 

এদিকে আয়জদ্দিন ওরফে আয়ুব মোল্লা অভিযোগ অস্বিকার করে বলেন, আমরা তাদের সাথে কোন খারাপ আচারণ করছি না। তারা যে অভিযোগ আনছে তা মিথ্যা ও বানোয়াট। আমরা আমাদের পাওনা টাকাটাই শুধু চাইছি। তিনি বলেন, আমার নাতি ও ছেলে গরীব মানুষ জমিজমা বন্ধক রেখে টাকা পয়সা সুদে করে তাদের দিয়েছে। তাহলে আমাদের এতোবড় ক্ষতি হল আমাদের এই ক্ষতি পূরন কে দিবে। ৪ লক্ষ টাকা আমাদের দিয়েছিলো আমরা ওই টাকা নেইনি। আমাদের ক্ষতি পূরন চাই, আর নিজাম এর ভাতিজা যেতে পারলো আর বাকী কেউ যেতে পারেনি এটা ও ইচ্ছা করে করেছে। তাই আমাদের সব টাকা দিতে হবে।

 

 

সালথা থানার এস আই সংস্লিষ্ট ইউনিয়ন বিট অফিসার সুমন বলেন, ইতালী প্রবাসী নিজাম শেখ স্ত্রী নুপুর বেগম একটি অভিযোগ করেছেন। আমরা দুপক্ষকে ডেকে শান্ত থাকতে বলেছি। জমি চাষাবাদে কোন বাধা নেই। টাকা পয়সা লেনদেন এর বিষয় সাক্ষ্যপ্রমানে পরবর্তীতে উভয় পক্ষ বসে সমাধান করা হবে।


প্রিন্ট