রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শনিবার (৯ ডিসেম্বর) “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ এবং বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২৩ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে সফল জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী নারী অঙ্গন মহিলা উন্নয়ন সমিতির সভাপতি সান্তনা বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, পাংশা সরকারী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. মনজুরুল ইসলাম, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক, সফল জয়িতা রহিমা খাতুন, স্বপ্নদ্বীপ বিউটি পার্লারের স্বত্বাধিকারী শবনম ইয়াসমিন স্বপ্না ও নারী নেত্রী সাবরিনা সেলি প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আ. সালাম সিদ্দিকী।
অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদানে সফল নারী হাবাসপুর ইউপির চরঝিকড়ী গ্রামের রহিমা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সফল নারী যশাই ইউপির ঢেঁকিপাড়া গ্রামের আলেয়া পারভীন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সরিষা ইউপির বেজপাড়া গ্রামের আরজিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সফল নারী হাবাসপুর ইউপির শাহামীরপুর গ্রামের ফাতিমা খাতুন ও সফল জননী মৌরাট ইউপির হরিণাডাঙ্গা গ্রামের রেজিয়া খাতুনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট উপহার ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রিন্ট