কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসকে বদলি জনিত কারণে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন খোকসা বাসী । নির্বাচন জনিত কারণে গত বৃহস্পতিবার খোকসা উপজেলা নির্বাহী অফিসার কে যশোর সদর উপজেলায় বদলি করা হয়। সোমবার সারাদিন উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস,উপজেলা অফিসার্স ক্লাব, খোকসা প্রেসক্লাব, খোকসা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা সাংস্কৃতিক সংস্থা(উসাস), খোকসা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্কাউট সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার কে বিদায় জানান।
এ উপলক্ষে সোমবার রাতে উপজেলা অফিসার্স ক্লাব এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খোকসা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ সাঈদুল ইসলাম প্রবীন, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধী উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস খোকসা উপজেলা সততা ও সুনামের সাথে প্রায় ১ বছর ৬ মাস দায়িত্ব পালন শেষে যশোর সদর উপজেলায় যোগদানের উদ্দেশ্যে বিদায় নেন। খোকসা উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন কালে খোকসায় শিক্ষা, সংস্কৃতিক ও ক্রীড়াঙ্গন উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন।
তিনি শুধু একজন কর্মকর্তায় ছিলেন না তিনি খোকসার আপা মোর জনসাধারণের বিভিন্ন কাজের মাধ্যমে মনের কুঠিরে জায়গা করে নিয়েছিলেন, তাইতো তার বিদায় বেলায় খোকসার মানুষ অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান। খোকসা বিভিন্ন অঙ্গনে রেখে গেছেন তার কর্মের যোগ্যতার স্বাক্ষর ।
- আরও পড়ুনঃ আপনারাই তৃণমূল কর্মীরা সকল উন্নয়নের অংশীদার হবেন-আব্দুর রহমানঃ নৌকার পক্ষে আ.লীগ বোয়ালমারীতে একজোট
তার বিদায়ে উপজেলাবাসী একজন সৎযোগ্য নিষ্ঠাবান অফিসার এর সেবা থেকে বঞ্চিত হলেন। তাইতো তার বিদায় বেলায় উপজেলায় শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় এই সুযোগ্য অফিসারকে।
প্রিন্ট