নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ, এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আলোচনা সভা, জয়ীতাদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন ।
সভায় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, কালুখালী থানার এসআই হাসানের রহমান, ইসলামীকে রিলিফের রাজবাড়ী ফিল্ড অফিস ইনচার্জ সুমি বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর কালুখলী উপজেলার ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়। এ বছরের সেরা জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মো: সুফিয়া পারভীন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আসমা আক্তার,সফল জননী নারী কামরুন্নাহার দীপ্তি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোছা : আছমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ডলি রানী দেবদাস।
সম্মাননা প্রাপ্ত আসমা বেগম জানায়, নির্যাতনের শিকার হয়ে জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।এরই মাঝে ইসলামীক রিলিফ নামক সংস্থার ফিল্ড ইনচার্জ সুমি বিশ্বাস আমার পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা যোগায়। তারই অনুপ্রেরণায় আমি নতুন জীবন শুরু করি,জেলা ও উপজেলা পর্যায়ে জয়িতা হতে পারি।
সম্মাননা প্রদানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রিন্ট