ফরিদপুরের বোয়ালমারীতে নারীর ক্ষমতায়ন প্রকল্পের ‘উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশন’এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নের ৩৮টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।
নির্বাচনে এক হাজার ৩২০ জন ভোটারের মধ্যে এক হাজার ২৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১১টি পদের বিপরীতে ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন অপর দুই নির্বাচন কমিশনার, তারা হলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান।
নির্বাচনে ৮২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবিনা বেগম ও ৯৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিতা। নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি বিউটি রানী, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা বেগম ও সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ শিখা রানী, সাংগঠনিক সম্পাদক রোজিনা বেগম, দপ্তর সম্পাদক রুমি খানম ও তিনজন সদস্য বিউটি, নীলিমা বেগম ও মোসা. খাদিজা বেগম।
প্রিন্ট