ঢাকা , রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত Logo দুইশ বছর পরেও স্মরণ করার মানে হচ্ছে প্রশ্নাতীতভাবে ‘মাইকেল মধুসূদন অমর’ Logo ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী Logo তানোরের কৃষ্ণপুর স্কুল শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে Logo পাবনা মিছিল করতে গিয়ে ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৫ Logo কুমারখালীতে দেড়শ রক্তদাতাকে সম্মাননা প্রদান করলো ইয়থ ডেভলপমেন্ট ফোরাম Logo আমিরাতের ৫২ জন সিআইপিকে সম্মাননা প্রদান Logo গুঁজিশহর মেলা বাণিজ্যের অর্থ নয়ছয় দুদুকের হস্তক্ষেপ কামনা Logo নাটোরে মিষ্টিতে ভ্যাট না কমালে আন্দোলনে নামার হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিক সমিতির Logo বড়াইগ্রামে লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

টুঙ্গিপাড়ায় দলের নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী

ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেদিকে লক্ষ্য রাখুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইদিনের সফরে বৃহস্পতিবার গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবিরাম বৃষ্টির মধ্যে সড়কপথে বিকেল ৪টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই তিনি যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে এবং তার সমাধিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়  তাকে তিন বাহিনীর পক্ষ তাকে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এরপর তিনি সেখানে পবিত্র ফাতেহাপাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

এ সময় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন ও টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

 

পরে সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যান তার নিজ বাড়িতে এবং বিকেল সাড়ে ৫টায় সেখানে তিনি জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়ার পাঁচ ইউনিয়ন আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সঙ্গে আধাঘণ্টার এক চা-চক্রে মিলিত হন। এ সময় তিনি সেখানে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সকল ভোটাররা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেদিকে লক্ষ্য রাখার জন্য দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন বলে নেতৃবৃন্দের কাছ থেকে জানা গেছে। সন্ধ্যা ৬টায় চা-চক্র শেষ হয়।

 

নেতৃবৃন্দ আরও জানিয়েছেন, রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতেই থাকবেন। আজ শুক্রবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী যাবেন কোটালীপাড়ায়। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সড়কপথেই ঢাকায় ফিরবেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত

error: Content is protected !!

টুঙ্গিপাড়ায় দলের নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী

ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেদিকে লক্ষ্য রাখুন

আপডেট টাইম : ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইদিনের সফরে বৃহস্পতিবার গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবিরাম বৃষ্টির মধ্যে সড়কপথে বিকেল ৪টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই তিনি যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে এবং তার সমাধিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়  তাকে তিন বাহিনীর পক্ষ তাকে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এরপর তিনি সেখানে পবিত্র ফাতেহাপাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

এ সময় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন ও টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

 

পরে সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যান তার নিজ বাড়িতে এবং বিকেল সাড়ে ৫টায় সেখানে তিনি জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়ার পাঁচ ইউনিয়ন আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সঙ্গে আধাঘণ্টার এক চা-চক্রে মিলিত হন। এ সময় তিনি সেখানে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সকল ভোটাররা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেদিকে লক্ষ্য রাখার জন্য দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন বলে নেতৃবৃন্দের কাছ থেকে জানা গেছে। সন্ধ্যা ৬টায় চা-চক্র শেষ হয়।

 

নেতৃবৃন্দ আরও জানিয়েছেন, রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতেই থাকবেন। আজ শুক্রবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী যাবেন কোটালীপাড়ায়। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সড়কপথেই ঢাকায় ফিরবেন।


প্রিন্ট