আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-০৩ আসনের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
আজ সোমবার সকাল দশটায় ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পুলিশ সুপার মোঃ শাহজাহান, প্রার্থী ও এদের প্রস্তাব কারীরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক ভাবে বিএনএম প্রার্থী মোঃ গোলাম রব্বানী খান বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মোঃ আওয়াল মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ ফারুক হোসেন এর প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেন।
- আরও পড়ুনঃ ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী’র ঘনিষ্ঠ আত্মীয় আলফাডাঙ্গার ওসি, সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব!
তবে আগামীকাল মঙ্গলবার তাদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। বাকি সকলের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
প্রিন্ট