আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর ৪ আসন ( সদরপুর- চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনে প্রার্থী হয়েছেন মোট ৭ জন। তারা সবাই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্ডিতা করার জন্য নমিনেশন পেপার জমা দিয়েছেন। এবং প্রতিদিন উঠান বৈঠকের মাধ্যেমে ভোটারদের সমর্থন আদায়ের চেস্টা চালিয়ে যাচ্ছেন।
আগামী ২০ ডিসেম্বর প্রতিক বরাদ্দ হওয়ার পর জোরে সোরে চলবে নির্বাচনি প্রচার প্রচারনা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ২১৪ নম্বর আসনটি ফরিদপুর ৪ আসন।
এই আসনে প্রার্থী হয়েছেন মোট ৭ জন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাজী জাফর উল্লাহ, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সতন্ত্র, রবিউল ইসলাম জাকের পার্টি, মাকসুদ আহম্মেদ মাওলা বাংলাদেশ তরিকত ফেডারেশন, আলোমগীর কবির বাংলাদেশ সুপ্রিম পার্টি, মোঃ আনোয়ার হোসেন জাতিয় পার্টি এবং নাজমুন নাহার কংগেস।
উল্লেখ্য, ফরিদপুর ৪ আসনে বর্তমান মোট ভোটার সংখা ৪ লক্ষ ৮৮ হাজার ৮৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৮৬১ জন। এবং মহিলা ভোটার ২ লক্ষ ৩৫ হাজার ৯৩৫ জন।
প্রিন্ট