কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া বাইতুল কাবা জামে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান দিলেন শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট।
আজ শুক্রবার বিকেলে উপজেলার জিকে ২ নম্বর কলোনি সংলগ্ন বিটিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক ওয়াহিদ আহমেদ উজ্জ্বল এর বাসভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্ট এর সভাপতি জনাবা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক ওয়াহিদ আহমেদ উজ্জলের আম্মা , যার নামে ট্রাস্টের নামকরণ, যিনি এই মসজিদে অনেক আগে জমি দান করেছিলেন, বয়সের ভারে মা হুইল চেয়ার -এ অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে আসন অলংকৃত করেন।
অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলাবাসীর গর্ব ও অহংকার আবু এসপি হিসাবে সুপরিচিত, মহৎপ্রাণ ব্যক্তিত্ব বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি এ এইচ এম নুরুদ্দিন সাহেব উপস্থিত ছিলেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু সাহেব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলহাজ্ব রফিক উল আলম চুনু সাহেবের সহধর্মিনী জনাবা চাঁদনী আলম উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন বিটিভি র সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জ্বল এবং ট্রাস্ট এর সদস্য ও তার স্বজনগণ উপস্থিত ছিলেন। ভেড়ামারা কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান শামীম সঞ্চালনার দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে মাহমুদা ক্লিনিকের স্বত্বাধিকারী শাহেদ আহমেদ গামা ছিলেন।
এছাড়া বাংলাদেশ টেলিভিশন বিটিভির কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক দের মধ্যে ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, রেজাউল করিম, জাহাঙ্গীর হোসেন জুয়েল, বাবলু মুস্তাফিজ, কামরুল ইসলাম মনা, হেলাল মজুমদার, ওয়ালিউল ইসলাম ওলি, মনোয়ার হোসেন মারুফ, ওমর ফারুক, প্রদীপ সরকার, ফয়জুল ইসলাম মিলন, শাহ জামাল, মাসুদ করিম,চন্দন,মারুফ হোসেন , ওমর ফারু, মাসুদ রানা, জাহিদ হাসান, সাইফুল ইসলাম প্রমুখো উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক।
ট্রাস্টের সদস্য সচিব সাংবাদিক ওয়াহিদ আহমেদ উজ্জল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সদস্য সচিব বলেন, হিউম্যানিটি -সোশ্যাল -এক্টিভিটিস – চ্যারিটি এই তিনটি মোটো নিয়ে ট্রাস্ট কাজ করে যাচ্ছে। করোনার সময় সহ বিভিন্ন সময়ে আমরা মানুষকে চিকিৎসা সেবা প্রদান সহ নানামুখী কল্যাণে কাজ করেছি।
অনুষ্ঠানে অতিথি ও বক্তাগণ ট্রাস্টের সার্বিক ও উত্তরোত্তর কল্যাণ কামনা করেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
এখানে উল্লেখ্য, মরহুম ডাক্তার শামসুদ্দিন আহমেদ এবং তার সহধর্মিনী মাহমুদা বেগম এর নামে ট্রাস্টের নামকরণ। ভেড়ামারার বিশিষ্ট ও জনপ্রিয় সাংবাদিক (বিটিভিতে কর্মরত) ওয়াহিদ আহমেদ উজ্জ্বল উক্ত দম্পতির পুত্র।
অনেক আগে মাহমুদা বেগম তার পৈতৃক নিবাসের সামনের মসজিদে জন্য কিছু জমি দান করেছিলেন। সেই মসজিদটির উন্নয়নের জন্যই আজকে এই পঞ্চাশ হাজার টাকা অনুদান হিসাবে দেয়া হলো। হাফেজ মাওলানা ওমর ফারুক সহ উক্ত মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ চেক গ্রহণ করেন।
প্রিন্ট