নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোহাম্মদ আলীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউসও।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কাছে দুজনই মনোনয়নপত্র জমা দেন।
এর আগে ২০১৪ ও ২০১৮ সালে এ আসনে নৌকা নিয়ে জয়লাভ করেন আয়েশা ফেরদাউস। তিনি ২০০৮ সালে স্বতন্ত্র নির্বাচন করে অল্পভোটে হেরে যান। ওই নির্বাচনে নৌকা পেয়েও জটিলতার কারণে মনোনয়ন বাতিল হয় মোহাম্মদ আলীর।
তিনি ২০০১ সালে স্বতন্ত্র ভোট করে এমপি নির্বাচিত হন। এরআগে ১৯৮৬ ও ১৯৮৮ সালেও জাতীয় পার্টি থেকে মোহাম্মদ আলী ওই এলাকার এমপি হয়েছিলেন।
মোহাম্মদ আলী বলেন, আমি দীর্ঘদিন হাতিয়া দ্বীপের সাত লাখ জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে আসছি। ২০০৮ সালে নৌকা পেয়েও নির্বাচন করতে পারিনি। দুবারের সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের অনুরোধে এবার নেত্রী আমাকে নৌকা দিয়েছে। আমি হাতিয়ায় সুষ্ঠু ভোট চাই।
- আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন
সংসদ সদস্য আয়েশা ফেরদাউস বলেন, মোহাম্মদ আলীর সহযোগিতা নিয়ে ১০ বছর আমি হাতিয়ায় কাজ করেছি। এবার মোহাম্মদ আলীকে নৌকা দিতে নেত্রীকে অনুরোধ করি। মোহাম্মদ আলী নৌকা পেয়েছেন। আমি নৌকার পক্ষে কাজ করবো। তবুও নৌকার সহযোগিতায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।
প্রিন্ট