দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন মাগুরা ১ আসন থেকে মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান । বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
একই সাথে মনোনয়ন ফর্ম জমা দেন মাগুরা ২ আসন থেকে মনোনীত আওয়ামী লীগের প্রার্থী এবং মাগুরা ২ আসনের বর্তমান সংসদ সদস্য ডক্টর শ্রী বিরেন শিকদার।মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার প্লান চলছে আমরাও তার ব্যতিক্রম নয়, তিনি আরোও বলেন ০৪তারিখের পর নিজেদের মধ্যে আলোচনা সেরে পরবর্তীতে কিভাবে কার্যক্রম পরিচালনা করবো সেটা ঠিক করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের বর্তমান সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা ২ আসনের বর্তমান সংসদ সদস্য ও মাগুরার দুই আসন থেকে মনোনীত আওয়ামী লীগের প্রার্থী ডক্টর শ্রী বীরেন সিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ,ফ,ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু সহ আওয়ামী লীগ এর নেতাকর্মীরা।
প্রিন্ট