আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনে বিএমএ ও নাগরিক কমিটি কুষ্টিয়ার সভাপতি, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন আরোহী’র চেয়ারম্যান বিশিষ্ট সার্জন অধ্যাপক ড:এসএম মুসতানজিদ লোটাস।
তিনি ২৯ নভেম্বর বুধবার দুপুর ২টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে সহকারি রিটানিং অফিসার আকাশ কুমার কুন্ডু ও উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন এর নিকট আনুষ্ঠানিক ভাবে কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের মনোনয়নপত্র জমা দিলেন।
জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী ড:এসএম মুসতানজিদ লোটাস। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। দীর্ঘদিন থেকে এলাকার মানুষের পাশে থেকে সেবা করে আসছি। ভেড়ামারা -মিরপুর ফ্রি মেডিকেল ক্যাম্প, গরীব-দুস্থদের সহযোগিতা, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান সহ নানা সামাজিক কর্মকান্ড করে ব্যাপক জনমতে রয়েছে। তাই পরিশ্রম কখনও বৃথা যায় না। ফলে আমি আত্মবিশ্বাসী নির্বাচনে জিতব। জনগণের ভোটে বিজয় হলে বর্তমানে আমার এলাকা যেমন আছে, সেটাকে আরও উন্নত করতে চাই।
এই সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ এসএম মুসতানজিদ লোটাস এর স্ত্রী ডঃ ফাতেমা মুসতানজিদ ,ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার উল আজিম,এ্যাডঃ চান্নু ও ফেমাস সরোয়ার্দ্দী ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
প্রিন্ট