সব জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ৩০০ আসনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা চুড়ান্ত ঘোষণা করেন।
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি ও সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান এর নাম ঘোষণা করা হয়। এসময় বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা একটি আনন্দ র্যালী বের করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা করে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ খায়রুল ইসলামের সভাপতিত্বে আনন্দ মিছিলে অংশ গ্রহন করেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য ও যুবলীগ নেতা নাজমুল হোসেন রাজু, সাবেক মেম্বর খলিল শেখ, আওয়ামী লীগ নেতা মো. কামরুল ইসলাম, ময়না ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক আবুল বাশার, যুবলীগের নেতা মো. জুয়েল, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মিজানুর রহমান, মৎসজীবী লীগের সহসভাপতি মো. সোহেল প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট