জলবায়ু পরিবর্তনের ফলে এখানে লবণাক্তার পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে । লবণাক্তার কারনে কৃষি ফসলও হুমকির মুখে। এখানে কৃষি অভিযোজন কৌশল কাজে লাগিয়ে কৃষকরা কিছুটা সফল হয়েছে। সেই লক্ষ্যে সিসিডিবি- পিসিআরসি ফেজ-২ প্রকল্প কর্তৃক অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা যেমন ব্রি ধান ৬৭ বীজ সহ জৈবসার ৩৪ টি পরিবারের মাঝে প্রদান করা হয়।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সিসিডিবি হেড অফিস সমন্বয়কারী রেজিলিয়েন্স বিল্ডিং, প্রশিক্ষণে আর ও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী মি:সুজন বিশ্বাস পিসিআরসিবি প্রকল্প, ও প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ কংকন বৈরাগী, জগদীশ সরদার ও আফরোজা প্রমূখ।
- আরও পড়ুনঃ চলতি মাসে রেমিট্যান্স ১৩ হাজার কোটি টাকা
প্রশিক্ষক ব্রি ধান ৬৭ চাষ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষি অভিযোজন কৌশল, জৈব বালাইনাশক এবং রোগ ও পোকা দমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন। মোট ১ ব্যাচে প্রশিক্ষণ শেষে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ৩৪ জন কৃষকদের মাঝে ব্রি ধান ৬৭ বীজ সহ জৈবসার বিতরণ করা হয়।
প্রিন্ট