ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আ.লীগ একটি বাজে দল, প্রত্যেক লিডারশিপের হাতে রক্তঃ -প্রেস সচিব শফিকুল আলম Logo দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক Logo লালপুরে মারধর ও প্রকাশ্যে গুলি চালিয়েছে মাদক ব্যবসায়ী, আহত ১ Logo বাঘায় পুকুরে গোসল করতে নেমে বয়স্ক নারীর মৃত্যু Logo সদরপুর থানায় নবাগত ওসি নাজমুল হাসানের যোগদান Logo রূপগঞ্জে বালুনদীর উপর চনপাড়া সেতু যেন মরনফাঁদ! Logo ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাঁফনের কাপড় মাথায় বেঁধে ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল Logo সরকারি খাল দখল করে তিনতলা ভবন নির্মাণ, বোয়ালমারীতে কৃষকদের মানববন্ধন Logo কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নল‌ছি‌টি‌তে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” এর কমিটি গঠন

মোঃ আমিন হোসেন ঝালকাঠি : দেশের শীর্ষস্থানীয় ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী ও সেচ্ছাসেবী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপজেলা শাখার কেন্দ্রীয় সংগঠনের নির্দেশক্রমে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
মিলন কা‌ন্তি দা‌সের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নল‌ছি‌টি সরকা‌রি ক‌লে‌জের সহ‌যোগী অধ‌্যাপক মো. সামসুল আলম খান বাহার, প্রধান উপ‌দেষ্টা হি‌সে‌বে ছি‌লেন ডা. মো. ইউসুফ আলী তালুকদার
শ‌নিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নল‌ছি‌টি উপজেলা প্রেসক্লাবের মিলনায়ত‌নে এক জরুরি সমন্বয় সভায় উক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ।
আহ্বায়ক কমিটিতে আলহাজ্ব এইচ এম আখতারুজ্জামান বাচ্চু‌কে আহ্বায়ক ও মো. নাজমুল হায়দার খান বাদল‌কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে ই‌ঞ্জিঃ মো. মাসুম হোসাইন, মাওলানা মো. আব্দুল কুদ্দুস, মো. না‌সিম সর্দার, যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. এমদাদুল হক, মো. শাহআলম তালুকদার। সদস্য হিসেবে হা‌ফেজ মাওঃ মো. মাহবুবুর রহমান শা‌মিম, মো. ম‌শিউর রহমান খান, মো. শাহাদাত আলম ফ‌কির, খান মুহাম্মদ মিল্লাত, মো. আল ওয়া‌লিদ হোসাইন, তু‌হিন মিত্র, মো. না‌দিম, মো. ও‌হিদুল ইসলাম মিঠুন,মোঃ আমিন হোসেন,  মোঃ শাওন খান শুভ, মো. নাঈম ম‌ল্লিক, স‌োনিয়া আক্তার আরজু, তা‌নিশা ইসলাম খু‌শি, সু‌মি আক্তার,সাথী আক্তার  ও সৌ‌মি‌লি দাস প্রথমা সহ আরও অনেকের নাম ঘোষণা করা হয় ।
 সভায় মনোনয়ন বোর্ডের প্রধান যায়য়ায়দিন’র নল‌ছি‌টি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন বলেন, “যায়যায়দিন” দেশের পাঠকনন্দিত একটি জাতীয় দৈনিক । “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” পাঠকদের একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন । “যায়যায়দিন” কেবল একটি সংবাদপত্র নয়, দেশের মাটি ও মানুষের শুভ, কল্যাণ ও শ্রয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট জনসচেতনতামূলক একটি জাতীয় পর্যায়ের বড় প্লাটফ্রম। আর তাই একদিকে যেমন, “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” দেশের বিপুল সংখ্যক তরুণসমাজকে সাথে নিয়ে শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহন করে দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করছে। অন্যদিকে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ পাঠকসমাজকে তাদের মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মাটি মানুষের মানবতার কল্যাণে তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি ।
পরে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” নল‌ছি‌টি উপজেলা শাখার নব-মনোনিত সদস্যরা দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ‌্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

আ.লীগ একটি বাজে দল, প্রত্যেক লিডারশিপের হাতে রক্তঃ -প্রেস সচিব শফিকুল আলম

error: Content is protected !!

নল‌ছি‌টি‌তে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” এর কমিটি গঠন

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
মোঃ আমিন হোসেন ঝালকাঠি : দেশের শীর্ষস্থানীয় ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী ও সেচ্ছাসেবী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপজেলা শাখার কেন্দ্রীয় সংগঠনের নির্দেশক্রমে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
মিলন কা‌ন্তি দা‌সের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নল‌ছি‌টি সরকা‌রি ক‌লে‌জের সহ‌যোগী অধ‌্যাপক মো. সামসুল আলম খান বাহার, প্রধান উপ‌দেষ্টা হি‌সে‌বে ছি‌লেন ডা. মো. ইউসুফ আলী তালুকদার
শ‌নিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নল‌ছি‌টি উপজেলা প্রেসক্লাবের মিলনায়ত‌নে এক জরুরি সমন্বয় সভায় উক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ।
আহ্বায়ক কমিটিতে আলহাজ্ব এইচ এম আখতারুজ্জামান বাচ্চু‌কে আহ্বায়ক ও মো. নাজমুল হায়দার খান বাদল‌কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে ই‌ঞ্জিঃ মো. মাসুম হোসাইন, মাওলানা মো. আব্দুল কুদ্দুস, মো. না‌সিম সর্দার, যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. এমদাদুল হক, মো. শাহআলম তালুকদার। সদস্য হিসেবে হা‌ফেজ মাওঃ মো. মাহবুবুর রহমান শা‌মিম, মো. ম‌শিউর রহমান খান, মো. শাহাদাত আলম ফ‌কির, খান মুহাম্মদ মিল্লাত, মো. আল ওয়া‌লিদ হোসাইন, তু‌হিন মিত্র, মো. না‌দিম, মো. ও‌হিদুল ইসলাম মিঠুন,মোঃ আমিন হোসেন,  মোঃ শাওন খান শুভ, মো. নাঈম ম‌ল্লিক, স‌োনিয়া আক্তার আরজু, তা‌নিশা ইসলাম খু‌শি, সু‌মি আক্তার,সাথী আক্তার  ও সৌ‌মি‌লি দাস প্রথমা সহ আরও অনেকের নাম ঘোষণা করা হয় ।
 সভায় মনোনয়ন বোর্ডের প্রধান যায়য়ায়দিন’র নল‌ছি‌টি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন বলেন, “যায়যায়দিন” দেশের পাঠকনন্দিত একটি জাতীয় দৈনিক । “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” পাঠকদের একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন । “যায়যায়দিন” কেবল একটি সংবাদপত্র নয়, দেশের মাটি ও মানুষের শুভ, কল্যাণ ও শ্রয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট জনসচেতনতামূলক একটি জাতীয় পর্যায়ের বড় প্লাটফ্রম। আর তাই একদিকে যেমন, “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” দেশের বিপুল সংখ্যক তরুণসমাজকে সাথে নিয়ে শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহন করে দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করছে। অন্যদিকে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ পাঠকসমাজকে তাদের মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মাটি মানুষের মানবতার কল্যাণে তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি ।
পরে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” নল‌ছি‌টি উপজেলা শাখার নব-মনোনিত সদস্যরা দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ‌্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

প্রিন্ট