তিন বৎসর পূর্তিতে সদর উপজেলার কানাইপুরের চৌরঙ্গী বাজারে অবস্থিত ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এজেন্ট ব্যাংক কার্যালয় প্রাঙ্গণে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার জেলা ম্যানেজার খোকন কুমার বিশ্বাস, বক্তব্য রাখেন এজেন্ট প্রধান মো: আসাদুজ্জামান, এসএমই প্রধান মো: তরিকুল ইসলাম, ডা.জয়দেব চন্দ্র দাস, চৌরঙ্গী বাজার কমিটির সেক্রেটারি মো: বাকা খান, ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসান আহমেদ, ইউপি সদস্য মো: লিয়াকত শেখ, এশিয়া ব্যংক এজেন্ট প্রকৌশলী মো: রুবেল আহমেদ, প্রকৌশলী মো: মনিরুজ্জামান।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি মাহবুব পিয়াল,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো.জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা পার্থ কুমার ভক্ত।
অনুষ্ঠানে বক্তারা ব্যাংক এশিয়ার সাফল্যের নানাদিক তুলে ধরেন এবং উপস্থিত সকলকে এজেন্ট ব্যাংকিং সেবাগ্রহন করার আহবান জানান। সমাবেশ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রিন্ট