কুষ্টিয়ার খোকসায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ।
উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
- আরও পড়ুনঃ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৫ জন
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, সুধী ও সাংবাদিকগণ। সভায় যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রিন্ট