ফরিদপুরের আলফাডাঙ্গায় বুড়াইচ ইউনিয়ন যুবলীগের সভাপতির বাবাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হাসিবুল ইসলাম ওরফে স্বপ্ন মাহামুদ ও রাকিবুল ইসলাম ওরফে রাকিব সাদমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ওই যুবলীগ সভাপতি ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য অসিত কুমার মৃধা।
মঙ্গলবার রাত ১১ টায় স্বপ্ন মাহামুদের ফেসবুক আইডি থেকে এ স্ট্যাটাস দেওয়া হয়।
জানা যায়, ২০ এপ্রিল মঙ্গলবার রাতে স্বপ্ন মাহামুদ তার ফেসবুক আইডিতে ‘ইউনিয়ন যুবলীগের সভাপতির বাবা ও চৌকিদার এর উত্তম মাধ্যম বিনিময়’ ও রাকিবুল ইসলাম ওরফে রাকিব সাদমানের আইডি থেকে ‘অজাত কুজাত জুয়াড়ী হটাও ৫ নং ওয়ার্ড বাচাও’ এই মর্মে স্ট্যাটাস দেওয়া হয়।
যুবলীগের সভাপতি অসিত কুমার মৃধা দাবি করেন আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনমিথ্যা মনগড়া ভিত্তিহীন ফেসবুকে লিখে সমাজের কাছে আমার পরিবারকে হেয় করেছে। স্বপ্ন মাহামুদ পূর্বেও তার নিজের ফেসবুক আইডি থেকেমিথ্যা কথা লিখে ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছে।
অভিযোগের বিষয়ে হাসিবুল ইসলাম ওরফে স্বপ্ন মাহামুদ বলেন, ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছি সেটা সত্য ঘটনা জেনেই দিয়েছি।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে লিখিত অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকালে থানায় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বপ্ন মাহামুদ ভবিষ্যতে এমন কিছু লিখবেনা বলে অঙ্গীকারনামা দেন।
প্রিন্ট