ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুর নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ Logo কুষ্টিয়ায় অনুষ্ঠিত হল বঙ্গীয় বিতর্ক উৎসব ১৪৩১ Logo আজ বুধবার ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী Logo অবশেষে সকালে ভেড়ামারায় নামল স্বস্তির বৃষ্টি ! Logo বিএমডিএ প্রকৌশলী কাসেমের ডিগ্রী প্রতারণা ! Logo মাগুরায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে উপজেলা নির্বাচনের ভোটের সরঞ্জাম Logo ফরিদপুরে ১২৭ বোতল ফেনসিডিল সহ ১ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের নতুন কমিটি গঠন Logo তানোর-গোদাগাড়ীর ১৬৮টি ভোট কেন্দ্রের ১৫৫টি গুরুত্বপুর্ণ Logo রাত পোহালেই কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় ভোটঃ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রাজাপুরে জবরদখল থেকে শত বছরের পুরোনো রাস্তা উদ্ধার

ঝালকাঠির রাজাপুরের বারবাকপুর এলাকায় দখলদারের গ্রাস থেকে শত বছরের পুরোনো রাস্তা উদ্ধার করতে পেরে আনন্দ মেতেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বারবাকপুর মাদ্রাসা নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে দীর্ঘ ২২ বছর দখল করে এলাকা বাসীর হাটার রাস্তা বন্ধকরে রাখে। দখলদারের হাত থেকে রাস্তাটি ফিরে পেয়ে সোমবার (২০ নভেম্বর) সকালে এলাকাবাসী রাস্তাটি মেরামত শুরু করেন।

 

স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান রানা সহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের মাওলানা আব্দুল কবির দেওয়াল তুলে রাস্তাটি দীর্ঘ ২২টি বছর যাবৎ ভোগদখল করে। এতে আমাদের এলাকাবাসীর হাঁটাচলা, কৃষি কাজের জন্য ব্যবহারিত ট্রাক্টর সহ বিভিন্ন জিনিসপত্র নেয়া আনা করতে পারতাম না। এরপরে এলাকাবাসী সবাই মিলে স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানাই এবং রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। আমাদের অভিযোগ আমলে নিয়ে সত্যতা যাচাই করে এসিল্যান্ড এক সপ্তাহের মধ্যে দেওয়াল উচ্ছেদ করার নোটিশ দেন। এবং সারবেয়ার এসে জমি মেপে আমাদের বুঝিয়ে দেন। মাওলানা আব্দুল কবির নোটিশের তোয়াক্কা না করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত উচ্ছেদে নিষেধাজ্ঞা জারি করে।

 

আমরা ভূমি অফিসের দেওয়া উচ্ছেদ নোটিশ আদালতে পেশ করলে মহামান্য আদালত আব্দুল কবিরের পক্ষে দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। তারপরেও আব্দুল কবির জমিটা তার দখলে রেখে দেয়। এরপর স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাস্তাটি পরিমাপ করে সিমানা পিলার বসিয়ে দেয়। স্থানীদের অভিযোগ একটা দ্বীান প্রতিষ্ঠানের ছাত্রদের খেলার মাঠে কলাই চাষ করেছে।নাম প্রকাশে একজন অভিভাবক বলেন মাদ্রারাসার ছাত্ররা পড়া শুনার ফাকে খেলাধুলা করবে সেটার চাষাবাদ করে নষ্ট কওে রাখছে কবির মাওলানা।আমরা ছাত্রদেও জন্য খেলার মাঠ চাষাবাদ বন্ধ কওে খেলা ধুলা করারা উপযোগী করার জোর দাবি জানাই।

 

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল কবির জানায়, এই সম্পত্তি আমাদের। এখানে একটি মহল তাদের পেশি শক্তির জোরে আমাদের সম্পত্তিতে পিলার বসিয়েছে।

 

 

এ বিষয়ে ইউপি সদস্য আসলাম হোসেন লিটু জানান, এই জমি ইউনিয়ন পরিষদের ৮৮৬ নং দাগের ২২ ফুট সম্পত্তি(হালট)সাধারণ জনগণের রাস্তার প্রয়োজনে পরিমাপ করে পিলার স্থাপন করা হয়েছে। কবির মাওলানার ঐ দাগে কোন জায়গা নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

দৌলতপুর নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

error: Content is protected !!

রাজাপুরে জবরদখল থেকে শত বছরের পুরোনো রাস্তা উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ঝালকাঠির রাজাপুরের বারবাকপুর এলাকায় দখলদারের গ্রাস থেকে শত বছরের পুরোনো রাস্তা উদ্ধার করতে পেরে আনন্দ মেতেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বারবাকপুর মাদ্রাসা নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে দীর্ঘ ২২ বছর দখল করে এলাকা বাসীর হাটার রাস্তা বন্ধকরে রাখে। দখলদারের হাত থেকে রাস্তাটি ফিরে পেয়ে সোমবার (২০ নভেম্বর) সকালে এলাকাবাসী রাস্তাটি মেরামত শুরু করেন।

 

স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান রানা সহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের মাওলানা আব্দুল কবির দেওয়াল তুলে রাস্তাটি দীর্ঘ ২২টি বছর যাবৎ ভোগদখল করে। এতে আমাদের এলাকাবাসীর হাঁটাচলা, কৃষি কাজের জন্য ব্যবহারিত ট্রাক্টর সহ বিভিন্ন জিনিসপত্র নেয়া আনা করতে পারতাম না। এরপরে এলাকাবাসী সবাই মিলে স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানাই এবং রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। আমাদের অভিযোগ আমলে নিয়ে সত্যতা যাচাই করে এসিল্যান্ড এক সপ্তাহের মধ্যে দেওয়াল উচ্ছেদ করার নোটিশ দেন। এবং সারবেয়ার এসে জমি মেপে আমাদের বুঝিয়ে দেন। মাওলানা আব্দুল কবির নোটিশের তোয়াক্কা না করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত উচ্ছেদে নিষেধাজ্ঞা জারি করে।

 

আমরা ভূমি অফিসের দেওয়া উচ্ছেদ নোটিশ আদালতে পেশ করলে মহামান্য আদালত আব্দুল কবিরের পক্ষে দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। তারপরেও আব্দুল কবির জমিটা তার দখলে রেখে দেয়। এরপর স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাস্তাটি পরিমাপ করে সিমানা পিলার বসিয়ে দেয়। স্থানীদের অভিযোগ একটা দ্বীান প্রতিষ্ঠানের ছাত্রদের খেলার মাঠে কলাই চাষ করেছে।নাম প্রকাশে একজন অভিভাবক বলেন মাদ্রারাসার ছাত্ররা পড়া শুনার ফাকে খেলাধুলা করবে সেটার চাষাবাদ করে নষ্ট কওে রাখছে কবির মাওলানা।আমরা ছাত্রদেও জন্য খেলার মাঠ চাষাবাদ বন্ধ কওে খেলা ধুলা করারা উপযোগী করার জোর দাবি জানাই।

 

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল কবির জানায়, এই সম্পত্তি আমাদের। এখানে একটি মহল তাদের পেশি শক্তির জোরে আমাদের সম্পত্তিতে পিলার বসিয়েছে।

 

 

এ বিষয়ে ইউপি সদস্য আসলাম হোসেন লিটু জানান, এই জমি ইউনিয়ন পরিষদের ৮৮৬ নং দাগের ২২ ফুট সম্পত্তি(হালট)সাধারণ জনগণের রাস্তার প্রয়োজনে পরিমাপ করে পিলার স্থাপন করা হয়েছে। কবির মাওলানার ঐ দাগে কোন জায়গা নেই।