ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরের পাঁচজন ‌ কারাতে খেলোয়ারদের সাফল্য

ওয়াল্ড কারাতে মার্শাল আর্ট এসোসিয়েশনের আয়োজনে,  ইন্টারন্যাশনাল অনলাইন কারাতে প্রতিযোগিতায় ফরিদপুর জেলার কিং কারাতে বাংলাদেশ সংগঠনের ৫ জন কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করে ৩ টি স্বর্ন পদক ও ২ টি রৌপ্য পদক অর্জন করে।
গতকাল রবিবার ‌ বিকেল চারটায়  কারাতে পদক প্রাপ্ত খেলোয়াড়দের ও কোচ কে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পদক পরিয়ে দেন  ও সনদপত্র প্রদান করেনের মধ্যমে সবাইকে শুভেচ্ছা জানান, এ সময় তিনি কারাতে কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ও খেলোয়ারদের ভালো প্রশিক্ষণের প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন।
খেলোয়াড়েরা হলেন, সৈয়দা সারাফ আনজুম স্নাতা (স্বর্ন পদক), শাহরিয়ার আহমেদ শুভ  (স্বর্ন পদক), মোহাম্মদ সাইফান  (স্বর্ন পদক), সামান্তা সোহা  (রৌপ্য পদক) ও রাব্বানী মুহাম্মাদ রামাদান  (রৌপ্য পদক)। টিম কোচ মো: জহিরুল ইসলাম আলী, ম্যানেজার মো: আনোয়ার।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে হিমাগারে রাখা আলুতে গাছ

error: Content is protected !!

ফরিদপুরের পাঁচজন ‌ কারাতে খেলোয়ারদের সাফল্য

আপডেট টাইম : ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
ওয়াল্ড কারাতে মার্শাল আর্ট এসোসিয়েশনের আয়োজনে,  ইন্টারন্যাশনাল অনলাইন কারাতে প্রতিযোগিতায় ফরিদপুর জেলার কিং কারাতে বাংলাদেশ সংগঠনের ৫ জন কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করে ৩ টি স্বর্ন পদক ও ২ টি রৌপ্য পদক অর্জন করে।
গতকাল রবিবার ‌ বিকেল চারটায়  কারাতে পদক প্রাপ্ত খেলোয়াড়দের ও কোচ কে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পদক পরিয়ে দেন  ও সনদপত্র প্রদান করেনের মধ্যমে সবাইকে শুভেচ্ছা জানান, এ সময় তিনি কারাতে কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ও খেলোয়ারদের ভালো প্রশিক্ষণের প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন।
খেলোয়াড়েরা হলেন, সৈয়দা সারাফ আনজুম স্নাতা (স্বর্ন পদক), শাহরিয়ার আহমেদ শুভ  (স্বর্ন পদক), মোহাম্মদ সাইফান  (স্বর্ন পদক), সামান্তা সোহা  (রৌপ্য পদক) ও রাব্বানী মুহাম্মাদ রামাদান  (রৌপ্য পদক)। টিম কোচ মো: জহিরুল ইসলাম আলী, ম্যানেজার মো: আনোয়ার।