আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৭ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২০, ২০২৩, ১:৪১ পি.এম
ফরিদপুরের পাঁচজন কারাতে খেলোয়ারদের সাফল্য
ওয়াল্ড কারাতে মার্শাল আর্ট এসোসিয়েশনের আয়োজনে, ইন্টারন্যাশনাল অনলাইন কারাতে প্রতিযোগিতায় ফরিদপুর জেলার কিং কারাতে বাংলাদেশ সংগঠনের ৫ জন কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করে ৩ টি স্বর্ন পদক ও ২ টি রৌপ্য পদক অর্জন করে।
গতকাল রবিবার বিকেল চারটায় কারাতে পদক প্রাপ্ত খেলোয়াড়দের ও কোচ কে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পদক পরিয়ে দেন ও সনদপত্র প্রদান করেনের মধ্যমে সবাইকে শুভেচ্ছা জানান, এ সময় তিনি কারাতে কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ও খেলোয়ারদের ভালো প্রশিক্ষণের প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন।
খেলোয়াড়েরা হলেন, সৈয়দা সারাফ আনজুম স্নাতা (স্বর্ন পদক), শাহরিয়ার আহমেদ শুভ (স্বর্ন পদক), মোহাম্মদ সাইফান (স্বর্ন পদক), সামান্তা সোহা (রৌপ্য পদক) ও রাব্বানী মুহাম্মাদ রামাদান (রৌপ্য পদক)। টিম কোচ মো: জহিরুল ইসলাম আলী, ম্যানেজার মো: আনোয়ার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha